গল টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ধসে কুপোকাত শ্রীলংকা। নাথান লিয়ন আর ট্রাভিস হেডের ঘূর্ণিতে ১১৩ রানেই গুটিয়ে গেছেন লংকানরা।
ফলে অস্ট্রেলিয়াকে তারা মাত্র ৫ রানের টার্গেট দিতে সক্ষম হয়। আর মাত্র ৪ বল খেলে ১০ উইকেটে জয় নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।
তৃতীয় দিন সকালে অস্ট্রেলিয়াকে ৩২১ রানে অলআউট করে দেয় শ্রীলংকা। দারুণ বল করেন রমেশ মেন্ডিস।
৩২ ওভারে ১১২ রান দিয়ে নেন ৪ উইকেট। দুটি করে উইকেট শিকার করেন আসিথা ফার্নান্দো ও জেফরি ভান্দারসি।
প্রথম ইনিংসে ২১২ রান করেছিল শ্রীলংকা। অর্থাৎ প্রথম ইনিংসে ১০৯ রানে পিছিয়ে থাকে দ্বিতীয়বার ব্যাট করতে নামেন স্বাগতিকরা। আর দ্বিতীয়বার নেমেই ব্যাটিং ধসে পড়ে। অসি বোলারদের সামনে তারা টিকেছে মাত্র ২২.৫ ওভার।
দিমুথ করুনারত্নে আর পাথুম নিশাঙ্কা উদ্বোধনী জুটিতে তোলেন ৩৭ রান। করুনারত্নেকে (২৩) ফিরিয়ে এই জুটিটি ভাঙেন নাথান লিয়ন। নিশাঙ্কা (১৪) হন সোয়েপসনের শিকার।
৮ রান করা কুশল মেন্ডিসকে তুলে নেন লিয়ন। ১২ রান করে সোয়েপসনের বলে আউট হন ফার্নান্দো। ৬৩ রানে ৪ উইকেট হারান লংকানরা।
এর পরই চমক দেখান অফস্পিনার ট্রাভিস হেড। ১০ রানেই তুলে নেন ৪ উইকেট। দিনেশ চান্দিমালকে ১৩ রানে বোল্ড করেন। এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন ধনাঞ্জয়াকে (১১)। ৮ রানে ব্যাট করা জেফরিকে বোল্ড করে দেন। রানের খাতাই খুলতে পারেননি লাসিথ এমবুলদেনিয়া।
২.৫ ওভারে ১০ রান দিয়ে ৪ উইকেট শিকার করেছেন হেড। এ ছাড়া ৩১ রানে ৪ উইকেট নেন লিয়ন। ফলে ১৮ রানে শেষ ৬ উইকেট হারায় শ্রীলংকা।