সরকারি চাকরি থেকে মুক্তিযোদ্ধা ও পোষ্য কোটা বাতিলের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল হয়েছে।
বুধবার সন্ধ্যায় এই মশাল মিছিলে বিপ্লবী ছাত্র মৈত্রী, নাগরিক ছাত্র ঐক্য, ছাত্র গণমঞ্চ, ছাত্র অধিকার পরিষদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও পাহাড়ি ছাত্র সংসদের নেতাকর্মীরা অংশ নেন। তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও চাকরি থেকে মুক্তিযোদ্ধা ও পোষ্য কোটা বাতিলের দাবি জানান।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের রাবি শাখার আহ্বায়ক ফুয়াদ রাতুল বলেন, মুক্তিযোদ্ধা ও পোষ্য কোটা শিক্ষার্থীদের মাঝে বৈষম্য তৈরি করে। তাই আমরা এ দুটি কোটা সম্পূর্ণ বাতিল চাই। কোটা শুধুমাত্র পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য প্রযোজ্য হতে পারে।
নাগরিক ছাত্র ঐক্যের কেন্দ্রীয় সমন্বয়ক মেহেদী হাসান মুন্না বলেন, 'সরকারে যারাই আসে, শিক্ষার্থীদের ওপর স্টিম রোলার চালাতে চায়। বর্তমানে সব ক্ষেত্রে দুর্নীতি চলছে। দেশে কর্মসংস্থান নেই, কথা বলার স্বাধীনতা নেই, ভোটাধিকার নেই। পিএসসি থেকে প্রশ্ন ফাঁস হচ্ছে। দুর্নীতিবাজরা দেশটাকে ধ্বংস করতে মেতে উঠছে।'