২২ নভেম্বর ২০২৪, শুক্রবার, ১১:২২:৫৫ পূর্বাহ্ন
শেখ হাসিনার বিরুদ্ধে আইসিটিতে গণহত্যার আরেকটি অভিযোগ
  • আপডেট করা হয়েছে : ২১-০৮-২০২৪
শেখ হাসিনার বিরুদ্ধে আইসিটিতে গণহত্যার আরেকটি অভিযোগ

চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যা পরিচালনার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭৭ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) একটি অভিযোগ দায়ের করা হয়েছে।


গত জুলাই মাসে চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যা পরিচালনার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭৭ জনের বিরুদ্ধে আজ বুধবার (২১ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) একটি অভিযোগ দায়ের করা হয়েছে।


সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ হুজ্জাতুল ইসলাম খান গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, রাজধানীর ধানমন্ডিতে আইসিটি তদন্ত সংস্থায় অভিযোগ দায়ের করা হয়েছে।


গত ১৬ জুলাই চট্টগ্রামের মুরাদপুরে বিক্ষোভ চলাকালে নিহত ফয়সাল আহমেদ শান্তর বাবা মো. জাকির হোসেনের পক্ষে আইনজীবী এ অভিযোগ দাখিল করেন।


শেয়ার করুন