০৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ১১:৫০:৫৮ অপরাহ্ন
রাজশাহীতে বাস চাপায় সাবেক ব্যাংক কর্মকর্তার পা বিচ্ছিন্ন
  • আপডেট করা হয়েছে : ০৬-০৭-২০২২
রাজশাহীতে বাস চাপায় সাবেক ব্যাংক কর্মকর্তার পা বিচ্ছিন্ন

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ছয়ঘাটি এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে ঢাকা কোচ চাপায় সাবেক ব্যাংক কর্মকর্তার পা বিচ্ছিন্ন হয়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাতে ১১ টার দিকে রাজাবাড়ী ছয়ঘাটি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তার নাম আলহাজ্ব ফড়িং (৬৫)। তিনি দেওপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের তালপুর মাথাভাঙা গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, রাত ১১ টার দিকে ফড়িং হাজি মোটরসাইকেল যোগে রাজাবাড়ীর দিক থেকে পালপুরের দিকে যাচ্ছিলো। ছয়ঘাটিতে পৌছলে চাঁপাইনবাবগঞ্জগামী ন্যাশনাল ট্রাভেলস চাপা দিলে মোটরসাইকেলটি চাকার নিচে পড়ে যায়। এই সময় ব্যাংক কর্মকর্তার ডান পায়ের হাঁটু পর্যন্ত ও বাম পায়ের পাতা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয় তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পায়।

গোদাগাড়ী প্রেমতলী তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা গুরতর। ন্যাশনাল ট্রাভেলসের বাসটি আট করা হয়েছে। তবে এর চালক পালিয়ে যায়।

শেয়ার করুন