২৩ নভেম্বর ২০২৪, শনিবার, ০৬:১৮:০৬ অপরাহ্ন
খাগড়াছড়িতে ৭২ ঘণ্টার সড়ক অবরোধ শুরু
  • আপডেট করা হয়েছে : ২১-০৯-২০২৪
খাগড়াছড়িতে ৭২ ঘণ্টার সড়ক অবরোধ শুরু

খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে হামলা, অগ্নিসংযোগ ও হত্যার প্রতিবাদে ৭২ ঘণ্টা সড়ক ও নৌ-পথ অবরোধ শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে শুরু হয়েছে। সড়ক অবরোধের কারণে খাগড়াছড়ি থেকে দূরপাল্লার কোন যানবাহন ছেড়ে যায়নি। শহরের ভেতর কিছু হালকা যান চলাচল করলেও চলাচল সীমিত।


শুক্রবার ঢাকার একটি সমাবেশ থেকে সড়ক ও নৌ-পথ অবরোধের ডাক দেওয়া হয়েছিল। কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে অবরোধ পালনের ঘোষণা দিয়েছে আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।


বুধবার ভোরে খাগড়াছড়ি সদরে চুরির অভিযোগে মো. মামুনকে পিটিয়ে আহত করা হয়। পরে খাগড়াছড়ি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। ওই ঘটনার জের ধরে দীঘিনালা ও খাগড়াছড়ি সদরে অপ্রীতিকর ঘটনায় ৩ জন নিহত ও আরো কয়েকজন আহত হন। দীঘিনালায় পুড়িয়ে দেওয়া হয় শতাধিক দোকানপাট।


তবে, বর্তমানে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই শান্ত রয়েছে। এখন পর্যন্ত কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।


শেয়ার করুন