২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৭:৩৯:৫৫ অপরাহ্ন
রাজশাহীতে বিশ্ব পর্যটন দিবস উদযাপন
  • আপডেট করা হয়েছে : ২৮-০৯-২০২৪
রাজশাহীতে বিশ্ব পর্যটন দিবস উদযাপন

‘পর্যটন শান্তির সোপান’ প্রতিপাদ্যে রাজশাহীতে বিশ্ব পর্যটন দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে একটি শোভাযাত্রা বের করা হয়। এতে অংশ নেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সরকার অসীম কুমার।


শোভাযাত্রার আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বলেন, আগের তুলানায় পর্যটকের সংখ্যা বেড়েছে। পর্যটন স্পটগুলোকে কিভাবে বিশ্বমানের পর্যায়ে উন্নীত করা যায় সেদিকে লক্ষ্য রেখে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় এবং জেলা প্রশাসন একযোগে কাজ করছে।


বাংলাদেশের পর্যটন স্থানগুলোকে বিশ্ব পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তোলার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আগামীতে দর্শণার্থীর সংখ্যা আরও বাড়বে। পর্যটন স্পটগুলোতে আরও কাজ করার সুযোগ রয়েছে। 


এ সময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আক্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


শেয়ার করুন