২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৬:৫০:৪৫ অপরাহ্ন
চট্টগ্রামে তেলবাহী ট্যাংকারে আগুণের ঘটনায় ১ নাবিকের মৃত্যু
  • আপডেট করা হয়েছে : ০৫-১০-২০২৪
চট্টগ্রামে তেলবাহী ট্যাংকারে আগুণের ঘটনায় ১ নাবিকের মৃত্যু

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন ‘বাংলার সৌরভ’ জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় ১ নাবিকের মৃত্যু হয়েছে। নিহত নাবিকের নাম সাদেক।


শুক্রবার (৪ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় ৪৮ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম কার্যালয়ের মোবিলাইজিং অফিসার কফিল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি বলেন, জরুরি সেবা ৯৯৯-এর কল পেয়ে আমরা তেলের ট্যাংকারে আগুনের বিষয়টি নিশ্চিত হই। উদ্ধারকারী দল পৌঁছানোর আগেই আতঙ্কিত নাবিকদের বেশ কয়েকজন সাগরে লাফিয়ে পড়েন। কয়েকজনকে উদ্ধার করে ফিশিং ট্রলারগুলো। পরে নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা এসে ৪৮ নাবিককে উদ্ধার করেন। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় সাদেক নামে এক নাবিকের মৃত্যু হয়েছে।


শেয়ার করুন