২৩ অক্টোবর ২০২৪, বুধবার, ১২:০৭:২৯ পূর্বাহ্ন
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগের প্রস্তাব অনুমোদিত।
  • আপডেট করা হয়েছে : ২২-১০-২০২৪
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগের প্রস্তাব অনুমোদিত।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সৃষ্টি হচ্ছে সহকারী প্রধান শিক্ষক পদ। নতুন সৃষ্টি হওয়া এই পদে জনবল নিয়োগ হবে। 


১৬ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় পদটি সৃষ্টিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাবে সম্মতি জানিয়ে চিঠি দিয়েছে। 


প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বলছে, ৯ হাজার ৫৭২ জন সহকারী প্রধান শিক্ষক নিয়োগের উদ্দেশ্যে আগামী ছয় মাসের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।


সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬৫ হাজার ৫৬৬টি সহকারী প্রধান শিক্ষক পদ সৃষ্টির জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে প্রস্তাব দিয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এ প্রস্তাব যাচাই-বাছাই শেষে ৯ হাজার ৫৭২টি পদ সৃষ্টির জন্য সুপারিশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। যেসব প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ২৫০–এর বেশি, সেখানে সহকারী প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হবে।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ১ আগস্টের স্মারকের পরিপ্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য সহকারী প্রধান শিক্ষকের ৯ হাজার ৫৭২টি পদ সৃষ্টিতে কয়েকটি শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি নির্দেশক্রমে জ্ঞাপন করা হলো। তবে এ ক্ষেত্রে কিছু শর্তও জুড়ে দেওয়া হয়েছে।


শর্তগুলো হলো—


অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা ও বাস্তবায়ন অনুবিভাগের সম্মতিসহ সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে;

প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির সুপারিশ নিতে হবে;

প্রযোজ্য ক্ষেত্রে প্রধান উপদেষ্টার অনুমোদন নিতে হবে;

পদ সৃজনের আদেশ জারির আগে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীর অনুমোদন নিতে হবে;

সৃজনকৃত পদগুলো পদোন্নতিযোগ্য হওয়ায় আবশ্যিকভাবে সৃজিত পদ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালায় অন্তর্ভুক্ত করে পদোন্নতির প্রক্রিয়াকরণ করতে হবে;

পদ সৃজনের পৃষ্ঠাঙ্কিত জিওর কপি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস্থাপনা অনুবিভাগে পাঠাতে হবে এবং

পদ সৃজনের সরকারি মঞ্জুরিপত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক আরোপিত সব শর্ত আবশ্যিকভাবে উল্লেখ করতে হবে।

এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘প্রাথমিকে এ পদ আগে ছিল না। যেহেতু এটি নতুন পদ, তাই এ পদে নিয়োগের যোগ্যতা কী হবে, পরীক্ষা কীভাবে নেওয়া হবে, বেতন কত হবে—এসব বিষয় আমাদের প্রাথমিকের নিয়োগ নীতিমালায় অন্তুর্ভুক্ত করার জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় সেটি আবার জনপ্রশাসনে পাঠিয়েছে। শিগগিরই আমাদের মন্ত্রণালয়ের সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বৈঠকের পর এ পদের নিয়োগবিধি চূড়ান্ত করা হবে।’


কবে নাগাদ এ পদের বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে, এ প্রশ্নের জবাবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, ‘নিয়োগবিধিমালায় পদটি অন্তর্ভুক্ত হওয়ার পর আর বেশি প্রক্রিয়া থাকবে না। যত দ্রুত সম্ভব আমরা বিজ্ঞপ্তি প্রকাশের চেষ্টা করব। আশা করছি, আগামী ছয় মাসের মধ্যে এ পদের বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারব।’


শেয়ার করুন