১৫ নভেম্বর ২০২৪, শুক্রবার, ০৭:২১:১৮ পূর্বাহ্ন
তানোরে জাতীয় যুব দিবসে শপথ পাঠ
  • আপডেট করা হয়েছে : ০২-১১-২০২৪
তানোরে জাতীয় যুব দিবসে শপথ পাঠ

"দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ" প্রতিপাদ্যে তানোর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, তানোর, রাজশাহীর আয়োজনে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে জাতীয় যুব দিবস ২০২৪। শুক্রবার, ১ নভেম্বর সকালে তানোর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অডিটোরিয়ামে এই আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তানোর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব ইউনুস আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুল ইসলাম। উপস্থিত ছিলেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আবু সাইদ ও সোনালী আক্তার।

উদ্বোধনী যুব র‍্যালিটি উপজেলা চত্বরে প্রদক্ষিণ করে। এরপর শপথ বাক্য পাঠ, আলোচনা সভা, এবং প্রশিক্ষিত যুবকদের মাঝে যুব ঋণের চেক বিতরণের আয়োজন করা হয়। হাঁস-মুরগি, গবাদি পশু পালন, মৎস্য চাষসহ বিভিন্ন বায়োগ্যাস প্রকল্পের প্রশিক্ষিত যুবকদের মধ্যে এই ঋণ বিতরণ করা হয়। যুব উন্নয়ন অধিদপ্তরের প্রকৌশলী সবুজ রানা প্রশিক্ষণপ্রাপ্তদের শপথ বাক্য পাঠ করান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দরগাডাঙ্গা-তরুণ যুব উন্নয়ন সংস্থার সভাপতি সানাউল্লাহ স্বপন, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম মেজবাউল, রাজাবাড়ি হাট যুব প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষিত জাকির হোসেন টুটুলসহ বিভিন্ন ইউনিটের সভাপতি-সাধারণ সম্পাদকরা।

জাতীয় যুব দিবসের এ আয়োজনে অংশগ্রহণকারী যুবক-যুবতীদের ভবিষ্যৎ দক্ষতার বিকাশ ও বৈষম্যহীন উন্নত বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সক্রিয়ভাবে কাজ করার প্রেরণা দেওয়া হয়।

শেয়ার করুন