পাকিস্তান দলের মিডলঅর্ডারের অবস্থা বেশ নড়বড়ে। মিডলঅর্ডারের ব্যর্থতায় এশিয়া কাপ ও ত্রিদেশীয় সিরিজের শিরোপা হাতছাড়া হয় তাদের।
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপেও টানা ২ ম্যাচে হেরে সেমিফাইনাল ওঠা কার্যত অনিশ্চিত হয়ে গেছে পাকিস্তানের।
আর এমন পরিস্থিতিতে অফফর্মে রয়েছেন দলের অন্যতম সেরা ব্যাটার বাবর আজম। ব্যাট হাতে অধিনায়কোচিত ইনিংসের ধারেকাছেও নেই তিনি।
এই ফর্মহীনতার মধ্যে লজ্জার এক রেকর্ড গড়ে ফেলেছেন বাবর। নিজের আন্তর্জাতিক টি-২০ ক্যরিয়ারে প্রথমবার পরপর তিন ম্যাচে ১০ রানেরও কম করেছেন পাকিস্তান অধিনায়ক। দীর্ঘ সময় ধরে টি-টোয়েন্টির শীর্ষ ব্যাটার হয়ে থাকা বাবরের এ রেকর্ড অবিশ্বাস্য শোনাচ্ছে।
চলতি টি-টিয়োন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের তিন ম্যাচে বাবর আজম করেছেন যথাক্রমে ৪, ৪ এবং ০ রান - মোট ৮ রান মাত্র!।
প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে শূন্য রান করেই আউট হয়ে যান বাবর। আর্শদীপ সিংয়ের বলে ডাক মেরে সাজঘরে ফিরেছিলেন সেদিন।
পরের ম্যাচে দুর্বল জিম্বাবুয়ের বোলিংয়ে বিপক্ষে বাবর করেন মাত্র ৪ রান। ব্র্যাড ইভান্সের বলে সেদিন পয়েন্টে ক্যাচ আউট হয়েছিলেন তিনি।
আর রোবার নেদারল্যান্ডস দলের বিপক্ষে অবশ্য ব্যাট হাতে ব্যর্থ হননি তিনি। ৪ রানে ব্যাট করা অবস্থায় দুর্ভাগ্যজনক রানআউট হয়ে ফিরেছেন।