রাজশাহীতে ট্রেনের ধাক্কায় পিকআপের ড্রাইভার হেলপারসহ ৫ জন গুরুতর আহত হয়েছে। রোববার দুপুর দেড়টার দিকে রাজশাহীর কাদিরগঞ্জ গ্রেটাররোড সংলগ্ন রেলক্রসিংয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- বাবর আলী, সহিদুর রহমান, শামীম, সৈয়দ আলী ও নূর। বর্তমানে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে।
স্থানীয়রা জানান, রাজশাহী রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়া ট্রেনটি কাদিরগঞ্জ এলাকায় প্রবেশ করার সময় কোনো সতর্ক সংকেত দেয়নি। এসময় সবুজ রঙের একটি পিকআপ গাড়ি ক্রসিং পার হওয়ার চেষ্টা করলে দ্রুতগামী ট্রেনটি তাকে জোরে ধাক্কা দেয় এবং গাড়িটি গিয়ে একটি হার্ডওয়্যারের দোকানে ঢুকে যায়। এতে গাড়িটি দুমড়ে মুচড়ে যায় ও দোকানের বেশ ক্ষতি হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠান।
এলাকাবাসীর দাবি, রেল ক্রসিংটিতে কোনো গেটম্যান নেই, যার ফলে সাধারণ মানুষ ঝুঁকি নিয়ে রাস্তা পার হয়। স্থানীয়রা জানান, তারা নিজেরাই বাঁশ দিয়ে অস্থায়ী গেট বানানোর চেষ্টা করেন। তবে, সঠিক সময় সঙ্কেত না পেলে রাস্তা সম্পূর্ণ খোলা থাকে, যা এই ধরনের দুর্ঘটনা বাড়াচ্ছে। আজ ট্রেনটি কোনো হুইসেল না দেওয়ায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেছে।
স্থানীয় বাসিন্দা আব্দুল মালেকের অভিযোগ, রেল লাইনের দুইপাশে ২৫ ফুট ফাঁকা রাখার নিয়ম থাকা সত্ত্বেও রেল কর্তৃপক্ষ নিয়ম ভেঙে লীজ দিয়ে দোকান ও বসতঘর নির্মাণের অনুমতি দিচ্ছে। অপর আরেক বাসিন্দা শহিদুল ইসলাম বলেন, রেলওয়ের বড় অফিসাররা মাঠপর্যায়ে তদারকি করেন না এবং অবৈধ স্থাপনার বিষয়ে উদাসীন।
এলাকাবাসী দ্রুত রেলক্রসিংয়ে গেটম্যান নিয়োগ ও আশেপাশের অবৈধ স্থাপনা অপসারণের দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, রেলওয়ে কর্মকর্তারা সঠিক তদারকি না করায় তারা প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে থাকেন এবং দুর্ঘটনার আশঙ্কায় ভুগছেন।