২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১১:২৫:৩০ পূর্বাহ্ন
দেশে ফিরেছেন ৫৭ হাজার ৯০৯ হাজি
  • আপডেট করা হয়েছে : ০৮-০৮-২০২২
দেশে ফিরেছেন ৫৭ হাজার ৯০৯ হাজি

পবিত্র হজ শেষে নতুন করে আরও এক হাজার ৪৯৪ হাজি দেশে ফিরেছেন। এ নিয়ে রবিবার (৭ আগস্ট) পর্যন্ত দেশে ফিরেছেন ৫৭ হাজার ৯০৯ হাজি। আজ সোমবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্প ডেস্কের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

বুলেটিনে বলা হয়, এ পর্যন্ত মোট ১৬৪টি ফ্লাইটে হাজিরা দেশে ফিরেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৮৭টি ফ্লাইটে ৩০ হাজার ৫ জন, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ৬৪টি ফ্লাইটে ২২ হাজার ৫৪৬ জন ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ১৩টি ফ্লাইটে ৫ হাজার ৩৫৮ জন দেশে ফিরেছেন।

গত ৮ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়। ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে যান ৬০ হাজার ১৪৬ হজযাত্রী। এরপর গত ১৪ জুলাই থেকে হাজিদের ফিরতি ফ্লাইট শুরু হয়। হেল্প ডেস্ক আরও জানায়, চলতি বছর সৌদি আরবে মোট ২৬ বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন।

শেয়ার করুন