তামিম ইকবাল নেতৃত্ব ছেড়ে দেওয়ায় বাংলাদেশের ওয়ানডে দল হয়ে পড়েছে অধিনায়কশূন্য। ওয়ানডের পরবর্তী অধিনায়ক নিয়ে যখন চলছে আলাপ-আলোচনা, এই অবস্থায় কয়েক হাজার মাইল দূরে কানাডায় সময়টা উপভোগ করছেন লিটন দাস। সম্ভাব্য অধিনায়কদের তালিকায় আছেন লিটন নিজেও।
কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে সারে জাগুয়ার্সের হয়ে খেলছেন লিটন দাস। প্রথম রাউন্ডে ৭ ম্যাচে খেলে সারে জিতেছে ৪ ম্যাচ, ১ ম্যাচ হেরেছে ও বৃষ্টিতে ২ ম্যাচ পরিত্যক্ত হয়েছে। ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে প্রথম রাউন্ড শেষ করেছে সারে। মাঠের পারফরম্যান্সে দুর্দান্ত সারে দল গতকাল সমুদ্রভ্রমণে বেরিয়েছে। সতীর্থদের সঙ্গে সেলফি তুলে তা ফেসবুকে পোস্ট করেছেন লিটন। বাংলাদেশের এই ব্যাটারের সেলফিতে ছিলেন ইফতিখার আহমেদ, মোহাম্মদ হারিসরা। লিটন ক্যাপশন দিয়েছেন, ‘ঢেউয়ে দোল খাচ্ছি।’
সারের হয়ে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলেছেন লিটন। ৫ ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে করেছেন ১২৪ রান। গড় ২৪.৮০ ও স্ট্রাইক রেট ১০৪.২৪। করেছেন একটা ফিফটি। ১ আগস্ট ব্রাম্পটন উলভসের বিপক্ষে ৪৫ বলে ৫৯ রানের ইনিংস খেলেছেন লিটন। সারে জাগুয়ার্স আজ এলিমিনেটর ওয়ানে খেলবে ভ্যাঙ্কুভার নাইটসের বিপক্ষে। ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় ভ্যাঙ্কুভার।