২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৫:৩৮:২৩ অপরাহ্ন
দীর্ঘ ১৪ বছর পর উপজেলা বিএনপির কাউন্সিল কাল
  • আপডেট করা হয়েছে : ০৫-১১-২০২৪
দীর্ঘ ১৪ বছর পর উপজেলা বিএনপির কাউন্সিল কাল

দীর্ঘ ১৪ বছর পর নওগাঁর আত্রাই উপজেলা বিএনপির কাউন্সিল আগামীকাল বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই কাউন্সিলকে ঘিরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচারণায় মুখর হয়ে উঠেছে পুরো উপজেলা। সভাপতির জন্য ২ জন, সাধারণ সম্পাদক পদে ৪ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ৬ জনসহ মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।


প্রতিক বরাদ্দের পর থেকেই প্রার্থীরা মোটরসাইকেলের বহর নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন। বিভিন্ন সমাবেশ ও উঠান বৈঠকের মাধ্যমে প্রার্থীরা প্রতিশ্রুতি দিচ্ছেন সব সময় নেতা-কর্মীদের পাশে থেকে দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার।


উপজেলা বিএনপি দলীয় সূত্রে জানা যায়, আত্রাইয়ে সর্বশেষ ২০১০ সালে দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়, যেখানে শেখ রেজাউল ইসলাম রেজু সভাপতি ও এমদাদুল হক পিন্টু সাধারণ সম্পাদক নির্বাচিত হন। কমিটির মেয়াদ শেষ হওয়ার পর ২০১৫ সালে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সেই কমিটির মেয়াদ শেষ হলে ২০১৯ সালে আলহাজ্ব আবদুল জলিল চকলেটকে আহ্বায়ক করে আবারও আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এরপর তৃণমূল নেতা-কর্মীদের ভোটের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য গত ৩০ অক্টোবর নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়।


নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও নওগাঁ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিউল আজম রানা জানান, ৫৬৮ জন ভোটারের ভোটে সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পদে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। কাল সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।

শেয়ার করুন