০৫ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০১:০৮:২৬ পূর্বাহ্ন
ইসকনের হাতে আইনজীবী হত্যা: আজও চলছে আদালতে কর্মবিরতি
  • আপডেট করা হয়েছে : ২৮-১১-২০২৪
ইসকনের হাতে আইনজীবী হত্যা: আজও চলছে আদালতে কর্মবিরতি

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দ্বিতীয় দিনের মতো চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে কর্মবিরতি পালন করছে জেলা আইনজীবী সমিতি। ফলে আদালতের সব ধরনের কার্যক্রম স্থগিত আছে।


সকাল থেকে আদালতগুলোতে কোনো মামলা পরিচালনা করছেন না আইনজীবীরা। এদিন এজলাসে কোনো মামলার শুনানি হয়নি। ফলে বিচারিক কার্যক্রমও স্থগিত রয়েছে। তবে আইনজীবীদের চেম্বারে মামলার বিভিন্ন বিষয় নিয়ে আসছেন সাধারণ মানুষ।


পূর্বনির্ধারিত আজকের দিনের যেসব মামলার শুনানি কথা রয়েছে, সেগুলোর তারিখ পরবর্তীতে নির্ধারিত করে শুনানি হবে বলে জানান আইনজীবীরা। তাদের দাবি, চট্টগ্রাম আদালত এলাকায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফের মতো হত্যাকাণ্ড এর আগে কখনও ঘটেনি। তাই এই ঘটনার সঙ্গে জড়িত সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি তাদের।


এর আগে, আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের প্রতিবাদে বুধবার (২৭ নভেম্বর) চট্টগ্রাম আদালতে আইনজীবীদের সব ধরনের কর্মসূচি স্থগিত রাখার ডাক দেয় জেলা আইনজীবী সমিতি। সেই অনুযায়ী দুদিন ধরে কর্মবিরতি পালন করছেন চট্টগ্রামের আইনজীবীরা।


উল্লেখ্য, গত সোমবার (২৫ নভেম্বর) রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। 


মঙ্গলবার (২৬ নভেম্বর) তাকে চট্টগ্রামের আদালতে তোলা হয়। আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতে পাঠানোর পথে তাকে বহনকারী প্রিজন ভ্যান আটকে দেয় চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীরা। তাদের সরিয়ে দিয়ে চিন্ময় কৃষ্ণকে কারাগারে নেয়ার পথে আইনশৃঙ্খলা বাহিনী ও আইনজীবীদের সঙ্গে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনায় সাইফুল ইসলাম আলিফ নামের এক আইনজীবী কুপিয়ে হত্যা করে ইসকন সমর্থকরা। 


শেয়ার করুন