০৫ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০১:২২:১২ পূর্বাহ্ন
চ্যাম্পিয়নস ট্রফিতে সাকিবকে লিস্টে রাখার কথা জানালেন বিসিবিপ্রধান
  • আপডেট করা হয়েছে : ০১-১২-২০২৪
চ্যাম্পিয়নস ট্রফিতে সাকিবকে লিস্টে রাখার কথা জানালেন বিসিবিপ্রধান

টি-টোয়েন্টিকে বিদায় জানিয়েছেন সাকিব আল হাসান। ঘরের মাঠে বিদায়ী টেস্ট খেলতে না পারলেও সাদা পোশাকের বিদায় হয়ে গেছে সাকিবের। বাকি আছে কেবল ওয়ানডে ক্রিকেট। যেই ফরম্যাটে সাকিব তার শেষ ম্যাচ খেলতে চান আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে। কিন্তু চলমান পরিস্থিতিতে সাকিব সেই সুযোগ পাবেন কিনা তা নিয়ে রয়েছে সংশয়।


চ্যাম্পিয়নস ট্রফির আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের শেষ ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজে সাকিব ফিরবেন ধারণা করা হচ্ছিল এমনটাই। তবে এখন সেখানে সাকিব ফিরবেন না বলেই গুঞ্জন জোরাল। তাই প্রশ্ন উঠেছে সাকিবের চ্যাম্পিয়নস ট্রফির দলে সুযোগ পাওয়া নিয়ে। এ ব্যাপারে বিসিবিপ্রধান ফারুক আহমেদ অবশ্য জানিয়েছেন, সাকিব এখনও চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার লিস্টেই আছে।


রোববার হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিপিএলের মাসকট উন্মোচনী অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সাকিব প্রসঙ্গে এ সময় নানা প্রশ্নের জবাব দিতে হয়েছে তাকে।


সাকিব না থাকলে বিপিএলে গ্ল্যামার কমবে কি না এমন প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেন, ‘সাকিব আল হাসানের বিষয়ে আমি খুব বেশি উত্তর দিতে পারি না। আমাকে বারবার প্রশ্ন করে বিব্রত করবেন না। আমি চাই সাকিব আল হাসান খেলুক, কিন্তু ওর যে ব্যাপারটা ও যে কারণে দেশে আসতে পারছে না। এটার সাথে ক্রিকেট বোর্ড কোনোভাবেই সম্পৃক্ত না। এর উত্তর দেওয়া আমার পক্ষে সহজ না। আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর এই ব্যাপারটা মীমাংসা করতে হবে।’


চ্যাম্পিয়নস ট্রফিতে সাকিবের খেলা নিয়ে ফারুক জানালেন, ‘এখনো আমাদের লিস্টে আছে। আশা করি ও যেভাবে চাচ্ছে এটাকে যদি সমাধান হয়। তাহলে অবশ্যই আমি মনে করি সাকিব এখনো ক্ষমতা রাখে জাতীয় দলে খেলার।’


বর্তমানে সাকিব আবুধাবি টি-১০ লিগ খেলছেন। যা নিয়ে বিসিবিপ্রধান বলেন, ‘একটা ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা আর দেশের হয়ে খেলা এক জিনিস নয়। আমার মনে হয় খুব একটা মানসিকভাবে প্রস্তুত নয় সাকিব, দেশের হয়ে খেলার জন্য।’


শেয়ার করুন