০৫ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০১:১৯:১৫ পূর্বাহ্ন
ভারতগামী ৬৩ সন্দেহজনক যাত্রীকে আটকে দিল পুলিশ
  • আপডেট করা হয়েছে : ০১-১২-২০২৪
ভারতগামী ৬৩ সন্দেহজনক যাত্রীকে আটকে দিল পুলিশ

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতগামী সন্দেহজনক ৬৩ জন বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীকে আটকে দিয়েছে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ।


শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় ৫৪ জন ও রবিবার সকালে ৯ জন যাত্রীকে সন্দেহজনক কথাবার্তা ও আচরণের জন্য আটকে দেয় পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভুঞা।  



তিনি জানান, ভারতে গমনে ইচ্ছুক এ সব যাত্রীদের আচরণ ও কথাবার্তা সন্দেহজনক হওয়ায় ফেরত পাঠানো হয়েছে। তবে এ পথে ভারতে যাতায়াতকারী যাত্রীর সংখ্যাও বেশ কমে গেছে। ভারতের ভিসা না পাওয়ায় এমনটা হচ্ছে বলে তিনি মনে করেন। 


তিনি আরও বলেন, গত অক্টোবর মাসে ভারতে যাতায়াতকারী পাসপোর্ট যাত্রীর সংখ্যা ছিল ১ লাখ ৭৬ হাজার ৩৭১ জন এবং নভেম্বর মাসে তা দাঁড়িয়েছে ১ লাখ ৫৭ হাজার ৫২০ জনে। এক মাসে কমেছে প্রায় ১৮ হাজার ৮৫১ জন যাত্রী।  


শেয়ার করুন