০৫ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১২:৫৯:২৮ পূর্বাহ্ন
ক্রিকেট খেলার সময় ‘স্ট্রোকে’ রাবি শিক্ষার্থীর মৃত্যু
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ০১-১২-২০২৪
ক্রিকেট খেলার সময় ‘স্ট্রোকে’ রাবি শিক্ষার্থীর মৃত্যু

খেলা চলাকালে অসুস্থ হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগের সিয়াম নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (১ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে খেলা চলাকালীন সময়ে অসুস্থ হয়ে মৃত্যু হয় তার।

সিয়াম আইন ও ভূমি প্রশাসন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়।

জানা যায়, বিকেলে সাবাস বাংলাদেশ মাঠে ক্রিকেট খেলার সময় সিয়াম বন্ধুদের থেকে পানি খেতে চায় এবং এসময় তার খিঁচুনি হতে থাকে। একপর্যায়ে সে অজ্ঞান হয়ে পড়লে বন্ধুরা তাকে প্রথমে রাবি চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান। এরপর রামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। জরুরি বিভাগে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মিডিয়া অফিসার ড. শঙ্কর বলেন, আনুমানিক ৪টার দিকে শিক্ষার্থীরা তাকে জরুরি বিভাগে নিয়ে আসে তখন কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে আমরা যতটুকু জেনেছি শিক্ষার্থী খেলার মাঠে অসুস্থ হয়ে পড়ে তারপর অচেতন অবস্থায় সহপাঠীরা তাকে জরুরি বিভাগে নিয়ে আসে। নিয়ে আসার সময়ই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে৷ 

তিনি বলেন, সে যেহেতু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাই তার বিভাগের কর্তৃপক্ষের কাছে আইনি প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ হস্তান্তর করা হবে।

এ বিষয়ে আইন ও ভূমি প্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক সাহাল উদ্দিন বলেন, খেলা চলাকালীন সিয়াম হঠাৎ পড়ে যায়। তখন উপস্থিত অন্যরা সিয়ামকে রাবি চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেন তিনি।

শেয়ার করুন