২৬ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৪:৪৬:১৪ অপরাহ্ন
শিথিলতার সুযোগে সরকারকে উৎখাতের চেষ্টা হচ্ছে
  • আপডেট করা হয়েছে : ০৭-১২-২০২৪
শিথিলতার সুযোগে সরকারকে উৎখাতের চেষ্টা হচ্ছে

সম্প্রতি প্রধান উপদেষ্টা ড. মুহুাম্মদ ইউনূসের সঙ্গে ধর্মীয় নেতাদের সংলাপে উপস্থিত ছিলেন কবি ও চিন্তক ফরহাদ মজহার। সংখ্যালঘু নির্যাতন, ভারতে অপপ্রচার, চিন্ময় কৃষ্ণ দাশকে গ্রেফতার, মাজার ভাঙা, লালনমেলা হতে না দেওয়াসহ অনেক বিষয়ে জার্মান গণমাধ্যম ডয়চে ভেলেকে দেওয়া সাক্ষাৎকারে কথা বলেছেন তিনি৷


ডয়চে ভেলে: প্রধান উপদেষ্টার সঙ্গে ধর্মীয় নেতাদের বৈঠকে আপনি তো ছিলেন, সেখানে সব ধর্মের প্রতিনিধিত্ব, উপস্থিতি ছিল?


ফরহাদ মজহার:  না না ,অল্প সময়ের মধ্যে সব ধর্মের প্রতিনিধিত্বশীল উপস্থিতি তো সম্ভব নয়। অধিকাংশ ছিলেন। আমি সেখানে আমার বক্তব্যে বলেছি যে, যারা মূলত আন্দোলন করেছে সম্মিলিত সনাতনী জোট (সনাতন জাগরণ মঞ্চ) তারা ছিল না। হিন্দু মহাজোট, তারা ছিল না। তারা তো মূলত আন্দোলনটা করেছে। সেটা একটা দিক। এটা ছিল ধর্মীয় প্রতিনিধিদের একটা সম্মেলন । সে কারণে যারা পলিটিক্যাল গ্রুপ তাদের হয়ত ডাকা হয়নি। আমি গিয়েছি. যেহেতু আমি একটা বিশেষ ঘরানার।


আপনি তো লালন, তারপর মাজারে হামলার ব্যাপারে কথা বলেছেন...


আমি মানুষের অধিকার, নাগরিক অধিকার নিয়ে কথা বলি। ধর্মীয় অধিকার নিয়ে কথা বলা আমার কাজ। মাজার ভাঙা নিয়ে ডেফিনিটলি কথা বলেছি। যারা মাজার ভেঙেছে, তাদের ধরেনি, ধরেছে চিন্ময়কে ( চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী) । এটা আমি বলেছি।


নারায়ণগঞ্জসহ কয়েকটি এলাকায় লালন ভক্তদের অনুষ্ঠান করতে দিলো না...


হ্যাঁ, সেটা তো হয়েছে। সেটাও আমি বলেছি।


তাহলে যারা লালনভক্তদের অনুষ্ঠান করতে দিলো না, যারা মাজারে হামলা করলো, তাদের সরকার গ্রেপ্তার কেন করলো না?


সেটা আপনি সরকারকে জিজ্ঞেস করুন। যারা মাজার ভেঙেছে, আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জিজ্ঞেস করুন৷ আমার কথার প্রেক্ষিতে জিজ্ঞেস করুন, যারা মাজার ভেঙেছে তাদের কেন গ্রেপ্তার করা হলো না।


আপনার বিবেচনায় ওই বেঠকটি সর্বধর্ম প্রতিনিধিত্বশীল হয়েছে?

শেয়ার করুন