১৮ অক্টোবর ২০২৪, শুক্রবার, ০৪:২৮:১৩ অপরাহ্ন
ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান সর্বকালের সর্বনিম্ন
  • আপডেট করা হয়েছে : ১৪-১০-২০২৪
ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান সর্বকালের সর্বনিম্ন

মার্কিন ডলারের বিপরীতে ভারতের রুপির দাম আরও কমেছে। এতে সর্বকালের সর্বনিম্ন স্তরে নেমে গেছে রুপি। গত শুক্রবার ডলারের বিপরীতে রুপির দর এই প্রথম ৮৪ ছাড়িয়ে যায়। আজ সোমবার রুপির দর সামান্য বাড়লেও তা ৮৪–এর ঘরেই আছে। টানা কয়েক দিন ধরেই রুপির এই দরপতন হচ্ছে।


ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, শুক্রবার ১ ডলারের বিপরীতে রুপির মান ৮৪.০৯-এ নেমে যায়। পরে দিনশেষে তা ৮৪.০৭ রুপিতে ওঠে। সোমবার সকালে রুপির দর সামান্য বেড়ে ৮৪.০৫–এ উঠে আসে। গত বুধবার ডলারের বিপরীতে রুপির মান ছিল ৮৩.৯৮ রুপি।


সংবাদমাধ্যমটি জানিয়েছে, ভারতীয় মুদ্রার এরকম টানা দরপতন হওয়ায় চিন্তিত হয়ে পড়েছেন ভারতের বাজারসংশ্লিষ্ট মানুষ।


বিশেষজ্ঞরা মনে করছেন, বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধি ও ভারতীয় শেয়ারবাজার থেকে বিদেশি পুঁজি বেরিয়ে যাওয়ার কারণে ভারতীয় মুদ্রার দরপতন হচ্ছে। প্রায় এক মাস ধরে ভারতের শেয়ারবাজারে সূচকের পতন হচ্ছে। এ কারণে রুপির মূল্যবৃদ্ধির সম্ভাবনা দেখা যাচ্ছে না।

শেয়ার করুন