১৮ ডিসেম্বর ২০২৪, বুধবার, ০৮:১৯:২৬ অপরাহ্ন
বকেয়া বেতনের দাবিতে মহাসড়কে শ্রমিক বিক্ষোভ
  • আপডেট করা হয়েছে : ১৮-১২-২০২৪
বকেয়া বেতনের দাবিতে মহাসড়কে শ্রমিক বিক্ষোভ

গাজীপুরে এক মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তাঁরা টেক্সটাইল লিমিটেড কারখানার শ্রমিকরা। বুধবার সকালে গাজীপুর মহানগরীর টঙ্গীর আউচপাড়া এলাকায় অবরোধ কর্মসূচি পালন করা হয়।


কারখানার শ্রমিক ও শিল্প পুলিশ জানায়, গাজীপুরে টঙ্গীর আউচপাড়া এলাকায় তাঁরা টেক্সটাইল লিমিটেড কারখানাটি চলতি মাসের অর্ধেকের বেশি সময় পার হয়ে গেলেও এখনো বেতন দেওয়া হয়নি। এর আগে বেতনের দাবি জানালে কারখানা কর্তৃপক্ষ গত ১০ তারিখ থেকে বন্ধের নোটিশ দেয়। 


নোটিশে বলা হয়, ১৫ তারিখ বেতন দিয়ে ১৮ তারিখ থেকে কারখানা খুলে দেওয়া হবে। কারখানা কর্তৃপক্ষ আজ কারখানা না খুলে নতুন করে আবার বন্ধের নোটিশ সাঁটিয়ে দেয়। 


ওই নোটিশে তারা বলেছে, আগামী ২২ ডিসেম্বর বেতন দিয়ে ২৩ তারিখ থেকে কারখানা খুলে দেওয়া হবে। তারা একেক সময় একেক ধরনের কথা বলেন এবং নানাভাবে বেতন না দেওয়ার জন্য তালবাহানা শুরু করেছে।


এদিকে বুধবার সকালে শ্রমিকরা কারখানায় গিয়ে পুনরায় বন্ধের নোটিশ দেখে বিক্ষুব্ধ হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আউটপাড়া এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে। এদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। দীর্ঘ সাড়ে পাঁচ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকায় উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়তে হয় ওই পথে চলাচলকারীদের। অধিকাংশ লোকজন পায়ে হেঁটে তাদের গন্তব্যে যেতে দেখা গেছে।


কারখানার শ্রমিক রোকেয়া আক্তার বলেন, মালিক দীর্ঘদিন ধরে প্রতি মাসেই বেতন দিতে গড়িমসি করে। তাদের দাবি, বেতন পরিশোধ করে কারখানা কারখানা দ্রুত খুলে দেওয়া হোক।


শ্রমিক আমিনুল ইসলাম বলেন, মঙ্গলবার সকালে তারা বিক্ষোভ করলে পুলিশ বলেছিল তাদের বেতন আদায় করে দিবে কিন্তু দিতে পারেনি।


গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক কৃপা সিন্ধু বালা বলেন, শ্রমিকদের এক মাসের বেতন বকেয়া রয়েছে। গতকাল বেতন দেওয়ার কথা ছিল কিন্তু কর্তৃপক্ষ বেতন না দিয়ে কারখানা বন্ধের ঘোষণা দিয়ে দিয়েছে। শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছে। শ্রমিকদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে।


তিনি আরও জানান, সড়ক অবরোধের ফলে উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে শ্রমিকদের বুঝিয়ে দুপুর দেড়টারটার দিকে মহাসড়ক থেকে সরালে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।


শেয়ার করুন