২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার, ০৩:৪৫:৪৬ অপরাহ্ন
চ্যাম্পিয়নস ট্রফি সামনে রেখে ভিসা নীতি সহজ করল পাকিস্তান
  • আপডেট করা হয়েছে : ২৬-১২-২০২৪
চ্যাম্পিয়নস ট্রফি সামনে রেখে ভিসা নীতি সহজ করল পাকিস্তান

চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে জটিলতার অবসান হয়েছে। হাইব্রিড মডেলে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে হবে চ্যাম্পিয়নস ট্রফি। যেখানে অংশ নেবে ৮টি দল। যেই আসরে প্রিয় দলকে সমর্থন দিতে ছুটে যাবে বিশ্বের ক্রিকেট প্রেমীরা। সেই তাতের জন্য ভিসা নীতি সহজ করার ঘোষণা দিয়েছে পাকিস্তান।


দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বুধবার এক ঘোষণায় বলেন, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ২০২৫ সংস্করণে বিশ্বজুড়ে ক্রিকেট ভক্তদের জন্য ভিসা নীতি সহজ করবে পাকিস্তান।


চ্যাম্পিয়ন্স টি-টোয়েন্টি কাপের সমাপনী অনুষ্ঠানে তারার বলেন, ‘আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন সারা বিশ্বের ক্রিকেট ভক্তদের জন্য ভিসা নীতি সহজ করা হবে।’


আগামী ১৯ ফেব্রুয়ারি করাচিতে শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফির আসর। যা সামনে রেখে টুর্নামেন্টের সূচিও চূড়ান্ত করে ফেলেছে আইসিসি। এখন অপেক্ষা টুর্নামেন্ট মাঠে গড়ানোর। তবে এই টুর্নামেন্ট নিয়ে কম বেগ পেতে হয়নি পিসিবিকে। যার প্রশংসা করেছেন তথ্যমন্ত্রী।


তিনি বলেন, ‘পিসিবি তার দায়িত্ব সবচেয়ে ভালোভাবে পালন করছে।’ সেই সঙ্গে ভারতের সঙ্গে দ্বন্দ্ব নিয়ে তার মত, ‘ক্রীড়াকে রাজনীতির বাইরে রাখা উচিত।’


শেয়ার করুন