বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আযমীকে সেনাবাহিনী থেকে বরখাস্তের আদেশ বাতিল করেছে সরকার।
তার বদলে ২০০৯ সালের ২৪ জুন থেকে তাকে ভুতাপেক্ষভাবে 'অকালীন (বাধ্যতামূলক) অবসর' দেওয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর- আইএসপিআর।
এই সিদ্ধান্তের ফলে আমান আযমী একজন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার হিসেবে প্রাপ্য সব আর্থিক ও অন্যান্য সুযোগ সুবিধা পাবেন।
আওয়ামী লীগ সরকারের সময়ে ২০০৯ সালের ২৩ জুন ব্রিগেডিয়ার আযমীকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়। তাতে তিনি চাকরির সব ‘বেনিফিট’ থেকে বঞ্চিত হন।
ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টেও গিয়েছিলেন আযমী। তবে তখন নিজের পক্ষে রায় পাননি।
২০১৬ সালে ব্রিগেডিয়ার আযমীকে গুম করে আয়নাঘরে অন্তরীণ করে রাখা হয়। ২০২৪ সালের আগস্ট বিপ্লবের পর জনাব আমান আযমী মুক্তি লাভ করেন। গুম থাকা আট বছর তিনি সূর্যের আলো দেখার সুযোগ পাননি বলে জানান।
আবদুল্লাহিল আমান আযমীকে ২০১৬ সালের ২২ অগাস্ট বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করে আসছিল তার পরিবার। গত ৫ অগাস্ট শেখ হাসিনা সরকার পতনের দুই দিন পর বাড়ি ফিরেন আমান আজমী।
এরপর ৩ সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বন্দিদশার দিনগুলোতে তাকে আটকে রেখে নির্যাতন চালানো হয়। আট বছর তিনি সূর্যের আলো দেখার সুযোগ পাননি।