৩০ ডিসেম্বর ২০২৪, সোমবার, ০২:২৬:৩৫ পূর্বাহ্ন
দৌলতপুরে বিএনপির কর্মিসভা অনুষ্ঠিত
  • আপডেট করা হয়েছে : ২৮-১২-২০২৪
দৌলতপুরে বিএনপির কর্মিসভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দৌলতপুর উপজেলা শাখার উদ্যোগে বিশেষ কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। 


শনিবার সকাল ১০টায় দৌলতপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ কর্মিসভা অনুষ্ঠিত হয়। কর্মিসভায় খণ্ড খণ্ড মিছিল নিয়ে আশা নেতাকর্মীতে জনসমুদ্রে পরিণত হয়।


সাবেক সংসদ সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ রেজা আহমেদ বাচ্চু মোল্লার সভাপতিত্বে, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শহীদ সরকার মঙ্গলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।


উপস্থিত ছিলেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলমসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীরা।


কর্মিসভায় জনগণের উদ্দেশে বক্তারা বলেন, গঠনতন্ত্রের আলোকে সম্পূর্ণ গণতান্ত্রিক উপায়ে দল পুনর্গঠন হতে যাচ্ছে। বিগত সরকারের আমলে আমরা এমনভাবে সমবেত হতে পারিনি। আমরা দলকে এগিয়ে নেওয়ার জন্য এক আছি এক থাকব। আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির আন্দোলনে যারা সক্রিয় ছিলেন, ১৭ বছর যারা হামালা-মামলা নির্যাতন সহ্য করে আমাদের সাথে ছিলেন, আমরা তাদের চিনি জানি। আমরা ওয়াদা করছি যে, তাদের নিয়েই কমিটি গঠন করব। 


বক্তারা বলেন, গত ৫ আগস্টের আগে দেশে গণতন্ত্র ছিল না, জনগণের ভোটাধিকার ছিল না, কিন্তু স্বৈরশাসন ছিল। ৫ আগস্টে গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারকে দেশ ছাড়তে বাধ্য করেছেন দেশের জনগণ। ১৭ বছর কথা বলতে না দেওয়ার যন্ত্রণা, সভা-সমাবেশ করতে না দেওয়ার যন্ত্রণা তারই বহিঃপ্রকাশ আজকের এই জনসমাগম।


তিনি আরও বলেন, দেশনেত্রী খালেদা জিয়াকে যারা ভালোবাসেন, তারেক জিয়ার নেতৃত্ব যারা পছন্দ করেন, সেই বিএনপি আবার ঘুরে দাঁড়াতে চায়, তারই বার্তা দেওয়ার জন্য এই আগমন। কর্মিসভায় সর্বশেষে দৌলতপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।


শেয়ার করুন