০৪ জানুয়ারী ২০২৫, শনিবার, ০৮:৪৬:৩৫ পূর্বাহ্ন
অবশেষে বিপিএলের টিকিটমূল্য প্রকাশ, কিনবেন যেভাবে
  • আপডেট করা হয়েছে : ২৯-১২-২০২৪
অবশেষে বিপিএলের টিকিটমূল্য প্রকাশ, কিনবেন যেভাবে

বিপিএল শুরুর ২৪ ঘণ্টা আগেও টিকিট না পেয়ে বিসিবির গেইটে বিক্ষোভ শুরু করেন দর্শকরা। এরপরই টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একইসঙ্গে টিকিট কেনার উপায় এবং স্থানও জানানো হয়েছে।


রোববার (২৯ ডিসেম্বর) বেলা ১২টায় এক বিবৃতিতে বিপিএলের টিকিট কেনার বিষয়ে তথ্য জানিয়েছে বিসিবি। সরাসরি ও অনলাইন দুই মাধ্যমেই বিপিএলের টিকিট সংগ্রহ করা যাবে। সরাসরি টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ বিকেল ৪টা থেকে। সন্ধ্যা ৭টা পর্যন্ত টিকিট কেনার সুযোগ পাবেন সমর্থকরা। 


এ ছাড়া বিপিএলের উদ্বোধনী দিন অর্থাৎ, আগামীকাল সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সরাসরি টিকিট কেনা যাবে। মধুমতি ব্যাংকের সাতটি শাখা থেকে সরাসরি টিকিট কেনা যাবে। এছাড়া অনলাইনে টিকিট পাওয়া যাবে এই ঠিকানায়, www.gobcbticket.com.bd


এবারের বিপিএলের সর্বনিম্ন টিকিটের দাম ২০০ টাকা। সর্বোচ্চ ২০০০ টাকা। ইস্টার্ন গ্যালারির টিকিট পাওয়া যাবে ২০০ টাকায়। নর্দার্ন ও সাউদার্ন গ্যালারির টিকিটের দাম ৩০০ টাকা করে। শহীদ মুশতাক ও শহীদ জুয়েল স্ট্যান্ডের টিকিটের মূল্য ৫০০ টাকা। 


ইন্টারন্যাশনাল গ্যালারির মিডিয়া ব্লক ও করপোরেট ব্লকের টিকিটের মূল্য ১০০০ টাকা। এছাড়া সাউথ করপোরেট ব্লকের টিকিটের মূল্য ৮০০ টাকা। গ্র্যান্ডস্ট্যান্ড আপার ও লোয়ারের টিকিটের মূল্য রাখা হয়েছে ২০০০ টাকা করে। একটি বিশেষ গ্যালারির ব্যবস্থা করেছে আয়োজকরা। শহীদ মুশতাক স্ট্যান্ডের পাশেই রয়েছে জিরো ওয়েস্ট জোন। যেখানে আসন সংখ্যা ৩০০ জন। ৬০০ টাকায় পাওয়া যাবে সেই গ্যালারির টিকিট।


মধুমতি ব্যাংকের যে ৭টি শাখায় বিপিএলের টিকিট পাওয়া যাবে:


১) মিরপুর শাখা (মিরপুর ১১)

২) মতিঝিল শাখা (ঢাকা চেম্বার বিল্ডিং)

৩) গুলশান শাখা (গুলশান ১ ও ২ এবর মাঝে)

৪) ধানমন্ডি শাখা (পুরোনো ২৭)

৫) উত্তরা শাখা (জসীম উদ্দিন রোড)

৬) কামরাঙ্গীচর শাখা

৭) ভিআইপি রোড শাখা (পল্টন স্কাউট বিল্ডিং)। 


শেয়ার করুন