০৭ জানুয়ারী ২০২৫, মঙ্গলবার, ০৮:৪২:৩১ পূর্বাহ্ন
লক্ষ্য দিল্লি দখল, প্রার্থীদের নাম জানাল মোদির দল
  • আপডেট করা হয়েছে : ০৫-০১-২০২৫
লক্ষ্য দিল্লি দখল, প্রার্থীদের নাম জানাল মোদির দল

দিল্লি বিধানসভা নির্বাচনের প্রস্তুতি চলছে জোরেশোরেই। ভারতের ক্ষমতাসীন দল বিজেপি প্রথম দফায় ২৯ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। এই তালিকায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং অতীশির বিরুদ্ধে প্রার্থী ঘোষণা করা হয়েছে। প্রবেশ সাহেব সিং ভার্মা নয়াদিল্লি আসনে এবং রমেশ বিধুরী কালকাজি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আম আদমি পার্টি (এএপি) ত্যাগ করে নরেন্দ্র মোদির দল বিজেপিতে যোগদানকারী কৈলাশ গেহলটকে ব্রিজবাসন থেকে প্রার্থী করা হয়েছে। 


বিজেপির তালিকায় রয়েছেন রবিন্দ্র ত্যাগি, যিনি আগের নির্বাচনে মনিশ সিসোদিয়ার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। রোহিণী থেকে বিজেন্দ্র গুপ্ত, বিশ্বনগর থেকে ওম প্রকাশ শর্মা, ঘোন্ডা থেকে অজয় মহাওয়ার, রোহতাসনগর থেকে জিতেন্দ্র মহাজন, গান্ধীনগর থেকে অরবিন্দর সিং লাভলি, করোলবাগ থেকে দুষ্যন্ত গৌতম এবং রাজৌরি গার্ডেন থেকে মনজিন্দর সিং সিরসাকে প্রার্থী করা হয়েছে। 


তালিকায় দুই মহিলা প্রার্থী রয়েছেন—রেখা গুপ্ত (শালিমারবাগ) এবং কুমারী রিংকু (সীমাপুরী রিজার্ভ আসন)। কংগ্রেস এবং এএপি থেকে বিজেপিতে যোগদানকারী চার নেতাকেও প্রার্থী করা হয়েছে, যার মধ্যে রয়েছেন রাজকুমার চৌহান (মঙ্গোলপুরি), রাজকুমার আনন্দ (প্যাটেল নগর), কৈলাশ গেহলট (ব্রিজবাসন) এবং অরবিন্দর সিং লাভলি (গান্ধীনগর)। 


অন্যদিকে, কেজরিওয়ালের দল দিল্লির ৭০টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে। সূত্র জানিয়েছে, দিল্লি বিধানসভা নির্বাচন আগামী ১২-১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এবং ফলাফল ঘোষণা হবে ১৭ ফেব্রুয়ারি।


শেয়ার করুন