১৩ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ০৩:৪৫:১৩ অপরাহ্ন
প্রার্থিতা ফিরে পেলেন বিএনপি নেতা ডা. মাহবুবুর রহমান লিটন
  • আপডেট করা হয়েছে : ১০-০১-২০২৬
প্রার্থিতা ফিরে পেলেন বিএনপি নেতা ডা. মাহবুবুর রহমান লিটন

আইনি লড়াই শেষে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের ধানের শীষের প্রার্থী ডা. মো. মাহবুবুর রহমান লিটন তার প্রার্থিতা ফিরে পেয়েছেন। নির্বাচন কমিশনের আপিল বিভাগের এ সিদ্ধান্তে ত্রিশালজুড়ে তার সমর্থক ও দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে।




শনিবার (১০ জানুয়ারি) দুপুরে নির্বাচন কমিশনে আপিল শুনানি শেষে ডা. মো. মাহবুবুর রহমান লিটনকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।



ডা. মাহবুবুর রহমান লিটন বিকেল ৩টায় এক ভিডিও বার্তায় তিনি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।



ডা. মাহবুবুর রহমান লিটন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক।



আপিল বিভাগের রায়কে ‘সত্যের জয়’ উল্লেখ করে তিনি বলেন, এ বিজয় শুধু আমার একার নয়, এটি ত্রিশালবাসীর বিজয়, ধানের শীষের বিজয়।



তিনি আরও বলেন, আমার বিরুদ্ধে যে মামলাটি ছিল তা সম্পূর্ণ মিথ্যা ছিল। বিগত স্বৈরাচার সরকার মামলাটি প্রতিষ্ঠা করার অনেক চেষ্টা করেছে, কিন্তু ব্যর্থ হওয়ায় আমাকে সেখান থেকে অব্যাহতি দেওয়া হয়। তবে ভুলবশত হলফনামায় সেই তথ্যটি উল্লেখ না করায় আমার প্রার্থিতা বাতিল করা হয়েছিল।



আপিল শুনানিতে বিষয়টি স্পষ্ট হওয়ায় নির্বাচন কমিশন তাকে পুনরায় বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করেছে জানিয়ে তিনি বলেন, এ নিয়ে এখন আর কোনো সংশয় নেই। আশা করছি, সব ধরনের বিভেদ ভুলে সবাই নির্বাচনী মাঠে দলের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।




উল্লেখ, গত ৩ জানুয়ারি ময়মনসিংহ জেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় ডা. মাহবুবুর রহমান লিটনের হলফনামায় নিজের নামে থাকা একটি মামলার তথ্য গোপন করার অভিযোগে তার প্রার্থিতা বাতিল করা হয়। পরে তিনি এ সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন, যার শুনানি শেষে শনিবার তার প্রার্থিতা পুনর্বহাল করা হয়।


শেয়ার করুন