চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভায় একযোগে ২৮ টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে রহনপুর পৌর এলাকার ১নং ওয়ার্ডের বাবুরঘন মহল্লায় ২টি রাস্তার কাজের উদ্বোধনের মধ্যদিয়ে এ উন্নয়ন প্রকল্পের কাজের উদ্বোধন করেন এলাকার জাতীয় সংসদ সদস্য জিয়াউর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, পৌর নির্বাহী কর্মকর্তা খায়রুল হক,উপ- সহকারী প্রকৌশলী আশরাফুল ইসলামসহ সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ। আইইউজিআইপি প্রকল্পের আওতায় প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে রহনপুর পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে ২৭ টি রাস্তা ও ১ টি ড্রেন নির্মাণ করা হবে।