১৯ জানুয়ারী ২০২৫, রবিবার, ০৯:১০:৩৩ অপরাহ্ন
রাজশাহী সিটি কর্পোরেশনে জাবি শিক্ষার্থীর সাথে মতবিনিময়
  • আপডেট করা হয়েছে : ১৯-০১-২০২৫
রাজশাহী সিটি কর্পোরেশনে জাবি শিক্ষার্থীর সাথে মতবিনিময়

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) কার্যক্রম সম্পর্কে অবহিত হতে শিক্ষাসফরে এসেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা। রোববার (১৯ জানুয়ারি) সকালে নগরভবনের সিটি হল সভাকক্ষে এ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


রাসিক সচিব মোবারক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রাসিকের সার্বিক কার্যক্রম তুলে ধরেন নগর পরিকল্পনাবিদ বনি আহসান। রাজশাহী মহানগরীর সবুজায়ন, পরিচ্ছন্নতা এবং টেকসই উন্নয়নের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা প্রশংসা করেন।


সভায় উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. মো. শফিক উর রহমান, অধ্যাপক ড. হালিমা বেগম, অধ্যাপক ড. কাসফিয়া নাহরিন, মোহাম্মদ মিজানুর রহমান। রাসিকের পক্ষ থেকে অংশ নেন নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) সুব্রত কুমার সরকার এবং সহকারী প্রোগ্রামার সিয়াম পারভেজ।


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজশাহীর পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর ব্যবস্থাপনা এবং সবুজায়নের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। শিক্ষার্থীরা এসব উদ্যোগ তাদের শিক্ষার সাথে সম্পৃক্ত করার অভিজ্ঞতা লাভ করেন।



এই শিক্ষাসফরের মাধ্যমে নগর পরিকল্পনার ব্যবহারিক দিক এবং রাজশাহী সিটি কর্পোরেশনের কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ জ্ঞান অর্জনের সুযোগ পান। এটি তাদের একাডেমিক শিক্ষার পরিপূরক হয়ে উঠবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।








শেয়ার করুন