বগুড়া জেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রদীপ কুমার রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে জেলা শহরের চেলোপাড়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মঈনুদ্দীন বলেন, গত ৫ আগস্টের পর সদর থানায় হওয়া বেশ কিছু হত্যা মামলায় অজ্ঞাতনামা অনেক আসামি আছে। মামলার তদন্তে প্রদীপ কুমার রায়ের সংশ্লিষ্টতা পাওয়ায় তাঁকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রদীপ কুমার রায়ের ছোট ভাই মিলন কুমার রায় বলেন, তাঁর বড় ভাইয়ের বিরুদ্ধে থানায় কোনো মামলা নেই, তিনি কোনো মামলার এজাহারনামীয় আসামি নন। শুধু রাজনৈতিক কারণেই পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে ৫ আগস্টের পর হওয়া হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে।