পাকিস্তানের ফাস্ট বোলার হারিস রউফকে দুইটি ওয়ানডে ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এই শাস্তি এসেছে এশিয়া কাপের সুপার ফোর ম্যাচে ভারতের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের কারণে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছে।
আইসিসি জানিয়েছে, রউফ ২১ সেপ্টেম্বরের সুপার ফোর ম্যাচ এবং ২৮ সেপ্টেম্বরের ফাইনালে একই ধরনের লঙ্ঘনের কারণে মোট চারটি ডিমেরিট পয়েন্ট অর্জন করেছেন।
ফলে আইসিসি কোড অব কন্ডাক্ট অনুযায়ী তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। রউফ এখন পাকিস্তানের ৪ ও ৬ নভেম্বরের দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে ম্যাচগুলোতে খেলতে পারবেন না।
প্রসঙ্গত, সুপার ফোর ম্যাচে রউফ ভারতীয় দর্শকদের দিকে ‘৬-০’ ইশারা করেছেন এবং বিমান ভূপাতিত করার মতো অঙ্গভঙ্গি দেখিয়েছেন, যা ভারতীয় সমর্থকদের মতে সামরিক বাহিনীকে কটাক্ষ হিসেবে ধরা হয়েছে।
ওই ম্যাচে পাকিস্তানি ওপেনার সাহিবজাদা ফারহান ফিফটি পূর্ণ করার পর ব্যাটকে বন্দুকের মতো ধরে গুলি ছোড়ার ভঙ্গি দেখান।
ফারহানকেও সতর্ক করে দেওয়া হয়েছে এবং ডিমেরিট পয়েন্ট শাস্তি দেওয়া হয়েছে।
এ ছাড়াও ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব-এর বিরুদ্ধেও অভিযোগ ছিল। ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পর সংবাদ সম্মেলনে দলের জয় ভারতের সামরিক বাহিনীকে উৎসর্গ করায়, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তার বিরুদ্ধে অভিযোগ করে। সূর্যকুমার দুই ডিমেরিট পয়েন্ট পেয়েছেন।
ফাইনালে অঙ্গভঙ্গির কারণে ভারতীয় পেসার যশপ্রীত বুমরা-কেও এক ডিমেরিট পয়েন্ট শাস্তি দেওয়া হয়েছে।

