গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল নারী ফিলোমিনা হাসদাকে (৫৫) মারধর ও তার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় অভিযুক্ত রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৮ জানুয়ারি) সকালে ঢাকা শাহবাগ এলাকার একটি আবাসিক হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত রফিকুল ইসলাম রাজাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং রাজাহার ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক। সাওতাল নারীকে মারধরের ঘটনায় তাকে সবরকম পদ থেকে বহিষ্কার করে বিএনপি।
পুলিশ জানায়, গত শুক্রবার সকালে রাজবিরাট আদিবাসী পাড়ার এক সাঁওতাল নারীকে মারধর এবং সেই রাতে তাদের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ ওঠে চেয়ারম্যান রফিকুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় রফিকুল ইসলামসহ ৩১ জনের বিরুদ্ধে মামলা করে ফিলোমনা হাসদার ছেলে জুলিয়াস সরেন। সেই মামলায় রফিকুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি দল বুধবার সকাল সোয়া ৮টার দিকে ঢাকার শাহবাগের প্রিতম হোটেল থেকে রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় যারাই জড়িত থাকুক, সবাইকে আইনের আওতায় আনা হবে।