২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৬:৩৭:৫৪ অপরাহ্ন
দুর্গাপুরে খালেদা জিয়াকে কটুক্তির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
  • আপডেট করা হয়েছে : ০৫-১১-২০২৪
দুর্গাপুরে খালেদা জিয়াকে কটুক্তির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

রাজশাহীর দুর্গাপুরে আওয়ামী লীগ নেতা আকতার আলী ও সাইদুর রহমানের বিরুদ্ধে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে নিয়ে কটূক্তির অভিযোগে বিক্ষোভ সমাবেশ করেছে দুর্গাপুর উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো। মঙ্গলবার বিকেল ৪টায় দুর্গাপুর জিয়াচত্বর থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল উপজেলা চত্বর প্রদক্ষিণ করে থানার মোড়ে সমাবেশে পরিণত হয়।


সমাবেশে বক্তব্য রাখেন দুর্গাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক জুবায়ের আহমেদ। তিনি বলেন, "বেগম খালেদা জিয়াকে নিয়ে কটূক্তির ঘটনায় আকতার আলী ও সাইদুর রহমানসহ সংশ্লিষ্টদের দ্রুত গ্রেপ্তার করে বিচার করতে হবে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।"


বক্তব্যে পৌর বিএনপির সদস্য সচিব আহমেদ রেজাউল করিম হক স্বপন বলেন, "আওয়ামী সন্ত্রাসী বাহিনী গত ১৭ বছর ধরে বিএনপির নেতা-কর্মীদের ওপর নির্যাতন চালিয়েছে। এই সন্ত্রাসী সংগঠনগুলোকে আইনের আওতায় আনা হোক। যদি আমাদের নেত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র চালানো হয়, আমরা তা প্রতিহত করব।"


উল্লেখ্য, গত ৪ আগস্ট আমগাছি বাজারে এক ছাত্র বৈষম্যের আন্দোলনে বিএনপির অংশগ্রহণ বন্ধ করতে আ.লীগ নেতারা খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। সেই বক্তব্যের ভিডিও ভাইরাল হলে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।


বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আয়নার হক, উপজেলা যুবদলের সাবেক সভাপতি নাহিদুল হক বিদয়, জেলা যুবদলের সদস্য মাহাবুর, এবং যুবদল, শ্রমিকদল, কৃষকদলসহ বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

শেয়ার করুন