১০ জানুয়ারী ২০২৫, শুক্রবার, ১১:২৭:৫৪ পূর্বাহ্ন
বিডিআর বিদ্রোহ মামলার পরবর্তী শুনানি ১৯ জানুয়ারি
  • আপডেট করা হয়েছে : ০৯-০১-২০২৫
বিডিআর বিদ্রোহ মামলার পরবর্তী শুনানি ১৯ জানুয়ারি

বিডিআর বিদ্রোহের বিস্ফোরক মামলার পরবর্তী জামিন শুনানি ১৯ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীদের সঙ্গে আলোচনার পর এ সিদ্ধান্ত জানান বিচারক।  


এর আগে এদিন সকালে বিডিআর বিদ্রোহের মামলার বিচারকাজ বকশীবাজার এলাকার সরকারি আলিয়া মাদ্রাসায় অস্থায়ী আদালতে শুরু হবার কথা ছিল।


কিন্তু মাদ্রাসা মাঠে অস্থায়ী আদালত বসানোর প্রতিবাদে বুধবার দিবাগত রাত থেকেই সেখানে লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এমনকি এজলাস কক্ষেও আগুন দেওয়া হয়।


পরে পুলিশের লালবাগ ডিসি ও সেনাবাহিনীর একটি ইউনিটের সঙ্গে মাদ্রাসা মাঠে বৈঠকে বসেন আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা।


শেয়ার করুন