মশা নিয়ন্ত্রণ ও মশাবাহিত রোগ নির্মূলে প্রস্তাবিত প্রকল্প নিয়ে কোরিয়ার Incheon National University প্রতিনিধি দলের সাথে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ জুলাই) দুপুরে নগর ভবনে মেয়র দপ্তর কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় রাজশাহী মহাগনগীর মশা নিয়ন্ত্রণ ও মশাবাহিত রোগ নির্মূলে প্রথমে কয়েকটি ওয়ার্ডে দুই বছর মেয়াদী পাইলট প্রকল্প এবং পরবর্তীতে ৫ বছর মেয়াদী একটি প্রকল্প বাস্তবায়নের ব্যাপারে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় Incheon National University এর রিসার্চ প্রফেসর ঞড়হম-ঝড়ড় করস, রিসার্চ প্রফেসর Sung-Jong Hong, Geomexsoft. Ltd. এর Land information system Specialist Kyoung Yeul Lee, ইনফিনিটি টেকনোলজি চেয়ারম্যান এএসএম জামাল উদ্দিন, পরিচালক ও সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মিরা, রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কামরুজ্জামান, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ২২ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার, ৩০নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম পিন্টু, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরিফ উদ্দিন, সচিব মোঃ মশিউর রহমান, প্রকল্পের ইঞ্জিনিয়ারিং এডভাইজার আশরাফুল হক, প্রজেক্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট গোলাম মুর্শেদ, প্রধান প্রকৌশলী শরিফুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নূর ইসলাম তুষার, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ নূর-ঈ সাইদ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) আহমদ আল মঈন, সিসিডিও আজিজুর রহমান, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, সহকারী প্রকৌশলী আসিফুল হাবিব নিবিড়, সহকারী প্রকৌশলী অনন্য ইসলাম নির্ঝর, পরিচ্ছন্ন কর্মকর্তা মনিটরিং (মশক) জুবায়ের হোসেন মুন, ভ্যাটিরিনারী সার্জন ডা. মোঃ ফরহাদ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।