নওগাঁর ধামইরহাটে সংঘাতহীন ও সম্প্রীতির পরিবেশ গড়তে আলোচনা সভা এবং মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ জানুয়ারি বেলা ১১টায় ধামইরহাট প্রেস ক্লাব ভবনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। দি হাঙ্গার প্রজেক্টের পিস ফ্যাসিলিটের গ্রুপ (পিএফজি)-এর আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ মন্ডল।
স্বাগত বক্তব্য দেন পিএফজির জেলা কো-অর্ডিনেটর সুকমল মন্ডল। সভাটি পরিচালনা করেন পিএফজির উপজেলা কো-অর্ডিনেটর আবু হেনা মোস্তফা কামাল বাবু।
বক্তব্য দেন পিএফজির উপদেষ্টা ও প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল আজিজ মন্ডল, জাতীয়তাবাদী যুবদলের পৌরসভার সাবেক সম্পাদক আজমল হোসেন চৌধুরী শাহান, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মো. আইয়ুব হোসেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সম্পাদক রামজনম রবিদাস, বাসদের আহ্বায়ক দেবলাল টুডু, নারী নেত্রী বেলী খাতুন ও শাহিনা ইয়াসমিনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।
আলোচনা সভা শেষে ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। সবাই নিজ নিজ অবস্থান থেকে ধামইরহাট উপজেলায় সম্প্রীতি বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।