২০ জানুয়ারী ২০২৫, সোমবার, ০৬:১৪:৩২ অপরাহ্ন
আজ শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প
  • আপডেট করা হয়েছে : ২০-০১-২০২৫
আজ শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প আজ যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। স্থানীয় সময় সোমবার সকাল ১০টায় ক্যাপিটল হিলে এই ঐতিহাসিক অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ওয়াশিংটন ডিসি জুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।


ট্রাম্প একবার প্রেসিডেন্ট হওয়ার পর হেরে গিয়ে আবার ক্ষমতায় ফিরছেন, যা মার্কিন ইতিহাসে নজিরবিহীন। অনুষ্ঠানে বিভিন্ন দেশের নেতারা অংশ নিচ্ছেন, যেমন আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ার মাইলি, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, এবং চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং।


১৮৭৪ সালের তথ্য অনুযায়ী, বিদেশি নেতারা সাধারণত এমন অনুষ্ঠানে অংশ নেন না, যা এবার ব্যতিক্রম। শপথ অনুষ্ঠানে জো বাইডেন, বিল ক্লিনটন, জর্জ ডব্লিউ বুশ, বারাক ওবামাসহ কমলা হ্যারিস উপস্থিত থাকবেন। তবে মিশেল ওবামা ও ন্যান্সি পেলোসি থাকবেন না।


এই শপথ অনুষ্ঠান ইনডোরে অনুষ্ঠিত হচ্ছে, যা ১৯৮৫ সালের পর প্রথম। তীব্র ঠান্ডা ও বৈরী আবহাওয়ার মধ্যেও লাখো মানুষ এতে অংশ নিচ্ছেন। ওয়াশিংটন জুড়ে রয়েছে কঠোর নিরাপত্তা।


শেয়ার করুন