গাজীপুরের টঙ্গীর হাজীর মাজার বস্তি থেকে নয় ছিনতাইকারীকে আটক করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে একটি গ্যাসগান সহ বেশকিছু দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।
সোমবার রাতে র্যাব-১ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) মো. মাহফুজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
আটকরা হলেন- মো. শামিম (২১), মো. বিল্লাল হোসেন (১৮), মো. সুমন (১৯), মো. শাওন (২৬), মিনারুল (২৭), রুবেল (২৩), মো. রানা (২৫), মো. রাশেদ (২৫) ও মো. সুজন (২১)। অভিযানে নগদ ৮৪ হাজার ৫শ’ ১০ টাকা, ১৮ মার্কিন ডলার, বিদেশী মদ ৩ বোতল, বিয়ার ৬৬০ মি.লি., হিরোইন ৪৪ পুরিয়া, চাকু ৩টি, ছুরি ৪টি, কাচি ৭টি, রামদা ১৫টি, হাতুড়ি ১টি, বাডাল ১টি, প্লাস ১টি, সিসি ক্যামেরা ৫টি, গ্যাসগ্যান সেল ১টি, মোবাইল ফোন ২টি ও ১টি ঘড়ি উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে টঙ্গীর হাজীর মাজার বস্তিতে অভিযান চালানো হয়। এতে ৯ জন চিহ্নিত ছিনতাইকারীকে আটক করা হয়।
এর আগে গত ১৫ ডিসেম্বর মাজার বস্তিতে মাদক সম্রাট রবিউল ইসলাম বাবু ওরফে কিং বাবুর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদক সম্রাজ্ঞী লাইলীর দলের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩ জন তৃতীয় লিঙ্গের লোক আহত হন। পরে তারা এলাকা থেকে পালিয়ে যায়।
এবিষয়ে আইনী ব্যবস্থা চলছে বলেও জানান র্যাব।