১২ মার্চ ২০২৫, বুধবার, ০৯:৩৮:১৬ অপরাহ্ন
প্রেসিডেন্ট হওয়ার পর প্রথমবার ইউরোপ যাচ্ছেন সিরিয়ার শারা
  • আপডেট করা হয়েছে : ১২-০৩-২০২৫
প্রেসিডেন্ট হওয়ার পর প্রথমবার ইউরোপ যাচ্ছেন সিরিয়ার শারা

সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা আগামী ১৭ মার্চ ব্রাসেলসে তার দেশের জন্য একটি আন্তর্জাতিক দাতা সম্মেলনে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। বুধবার (১২ মার্চ) একটি সিরিয়ান সূত্র এবং সফরের সঙ্গে পরিচিত দুই কূটনীতিকের বরাতে রয়টার্স এ খবর জানিয়েছে।


গত ডিসেম্বরে বাশার আল-আসাদের ক্ষমতাচ্যুতির পর অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হওয়ার পর এটি হবে তার প্রথম ইউরোপ সফর।


ইউরোপীয় ইউনিয়ন আয়োজিত এই সম্মেলনের লক্ষ্য হবে সিরিয়ার 'অন্তর্ভুক্তিমূলক এবং শান্তিপূর্ণ উত্তরণের জন্য আন্তর্জাতিক সমর্থন সংগ্রহ করা'।


এর আগে প্রথম বিদেশ সফরে ২ ফেব্রুয়ারি সৌদি আরবে যান শারা। দুই দিনের সফরে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশটির সঙ্গে সর্ম্পক জোরদারে আলোচনা চালান তিনি।


বিদ্রোহীরা আসাদ সরকারকে উৎখাতের পর সিরিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন আহেমদ আল-শারা। দায়িত্ব নেওয়ার পর আল-শারা সিরিয়ায় অর্ন্তবর্তীকালীন আইন পরিষধ গঠন করেছেন। নতুন সংবিধান প্রণয়ন না হওয়া পর্যন্ত এই আইন পরিষধ কার্যকর থাকবে।


শেয়ার করুন