২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৬:২০:৫৩ অপরাহ্ন
ভারতে নতুন রাষ্ট্রপতি কে হচ্ছেন, জানা যাবে আজ
  • আপডেট করা হয়েছে : ২১-০৭-২০২২
ভারতে নতুন রাষ্ট্রপতি কে হচ্ছেন, জানা যাবে আজ

অবশেষে ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল জানা যাবে আজ। বৃহস্পতিবার (২১ জুলাই) বেলা ১১টার দিকে ভোট গণনা শুরু হওয়ার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে, বিকেল চারটার দিকে ফলাফল প্রকাশিত হতে পারে। সোমবার (১৮ জুলাই) দিল্লিতে নির্বাচনে দুই রাষ্ট্রপতি প্রার্থী দ্রৌপদী মুর্মু বনাম যশবন্ত সিনহার লড়াইয়ে দেশের প্রায় ৪ হাজার ৮০০ জন সংসদ সদস্য ও বিধায়ক ভোট দেন।


জানা গেছে, দ্রৌপদী ক্ষমতাসীন দলের নির্বাচিত প্রতিনিধি। বিজেপি নেতৃত্বের হিসাব অনুযায়ী, তিনি অন্তত ৬২ শতাংশ ভোট পেয়ে জিততে চলেছেন। অন্য দিকে, বিরোধী দলগুলির রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহা প্রায় রোজই নির্বাচনের প্রচারে নিজের পক্ষে কথা বলেছেন।


এদিকে তৃণমূল বলেছে যশবন্ত যাতে বিরোধীদের পুরো ভোটটিই পান তার ব্যবস্থা করেছে তারা।


ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে ইভিএম ব্যবহার করা হয় না। সাংসদ, বিধায়কদের ব্যালটে ভোট দিতে হয়। জানাতে হয় প্রথম ও দ্বিতীয় পছন্দও। বেগুনি রঙের কালির পেন দিয়ে ভোট দিতে হবে সংসদ সদস্য, বিধায়কদের। তবে সংসদ সদস্যদের জন্য থাকবে সবুজ ব্যালট পেপার ও বিধায়কদের জন্য গোলাপি রঙের।

শেয়ার করুন