২২ জানুয়ারী ২০২৫, বুধবার, ০৭:০৫:০৭ পূর্বাহ্ন
নাটোরে জাল সনদে চক্ষু ক্যাম্প, দুই ভুয়া চিকিৎসকের দণ্ড
  • আপডেট করা হয়েছে : ২১-০১-২০২৫
নাটোরে জাল সনদে চক্ষু ক্যাম্প, দুই ভুয়া চিকিৎসকের দণ্ড

নাটোরের বড়াইগ্রামের শ্রীরামপুর গ্রামে জাল সনদপত্র ব্যবহার করে চক্ষু ক্যাম্প পরিচালনার অভিযোগে দুই ভুয়া চক্ষু চিকিৎসককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড দেওয়া হয়েছে।


মঙ্গলবার (২১ জানুয়ারি) ইউপি সদস্য জিল্লুর রহমান তোতার বাড়িতে ফ্রি চক্ষু ক্যাম্প চলাকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম এই দণ্ড প্রদান করেন।


দণ্ডপ্রাপ্তরা হলেন সিরাজগঞ্জের উল্লাপাড়া এলাকার চোখের আলো চক্ষু হাসপাতালের চিকিৎসক পরিচয় দেওয়া শাহিন আলম ও স্বপ্না খাতুন। শাহিন আলমকে ২০ হাজার টাকা জরিমানা এবং এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে স্বপ্না খাতুনকে ৫ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।


উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মলয় কুমার কুন্ডু জানান, চক্ষু ক্যাম্প পরিচালনার সময় তাদের সনদপত্র দেখতে চাইলে তারা কম্পিউটার থেকে তৈরি জাল সনদ দেখায়। যাচাই-বাছাইয়ের পর সেগুলো জাল প্রমাণিত হলে মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০-এর অধীনে তাদের দণ্ড দেওয়া হয়।


এই ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম বলেন, "এ ধরনের অপরাধ জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"


স্থানীয় প্রশাসন জনগণকে এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে সচেতন থাকার অনুরোধ জানিয়েছে।

শেয়ার করুন