দুপুরে খুব মজা করে খেলেন, কিন্তু আলসেমির কারণে টিফিন বক্স বা লাঞ্চ বক্স ধুঁলেন না। প্রায় নিয়মিত চলে এমন। বাসায় গিয়ে যখন বক্স খুলবেন তখন দেখবেন বাজে একটা গন্ধ ছড়াচ্ছে। দীর্ঘদিন ও নিয়মিত ব্যবহারের ফলে এক ধরনের ভ্যাপসা গন্ধও জমে যায় বক্সের ভেতরে।
এই অস্বস্তিকর গন্ধ দূর করার কিছু ঘরোয়া উপায় সম্পর্কে জেনে নিন। যা করলে আপনার আলসেমির কারণে হওয়া গন্ধ উবে যাবে এবং খাবারও ভালো থাকবে অনেকক্ষণ।
টিফিন বক্স পরিষ্কার করার পর আলুর টুকরো ভালো করে ঘষে নিন। ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করুন। তারপর আরও এক বার ধুয়ে নিন। গন্ধ দূর হবে।
দুর্গন্ধ তাড়াতে বেকিং সোডার সাহায্য নিতে পারেন। ১ টেবিল চামচ বেকিং সোডা পানিতে গুলে বক্সে রেখে দিন। ১০-১৫ মিনিট পর পরিষ্কার করে নিন ভালো করে।
সমপরিমাণ ভিনেগার ও পানি মিশিয়ে লাঞ্চ বক্সে ঢেলে দিন। সারারাত এভাবে রেখে পরদিন ধুয়ে ফেলুন।
পানিতে কয়েক স্টিক দারুচিনি ফেটে ফুটিয়ে নিন। ফুটন্ত পানি ঢালুন বক্সে। ১৫ মিনিট অপেক্ষা করে তারপর গরম পানি দিয়ে ধুয়ে নিন।
লেবুর খোসাসহ পানি ফুটিয়ে ঢেলে দিন লাঞ্চ বক্সে। ১ ঘণ্টা অপেক্ষা করে তারপর পরিষ্কার করে ফেলুন।