০৪ ফেব্রুয়ারী ২০২৫, মঙ্গলবার, ০৮:৩৭:৪৬ অপরাহ্ন
নিহত যুবদল নেতা তৌহিদুলের পরিবারের পাশে থাকার আশ্বাস সেনাবাহিনীর
  • আপডেট করা হয়েছে : ০৪-০২-২০২৫
নিহত যুবদল নেতা তৌহিদুলের পরিবারের পাশে থাকার আশ্বাস সেনাবাহিনীর

যৌথবাহিনীর হেফাজতে নিহত যুবদল নেতা তৌহিদুল ইসলামের পরিবারের সঙ্গে কথা বলেছেন সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক। এসময় তৌহিদুলের পরিবারকে সব ধরনের সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।


সোমবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে কুমিল্লা সেনানিবাসে এই সাক্ষাত হয়। এসময় তৌহিদুল ইসলামের স্ত্রী ও পরিবারের ৪ জন সদস্য সাক্ষাতে অংশ নেন।


মঙ্গলবার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন তৌহিদুলের স্ত্রী ইয়াসমিন নাহার।


ইয়াসমিন নাহার সাংবাদিকদের বলেন, জিওসি আবুল হাসনাত মোহাম্মদ তারিক সাক্ষাতে তৌহিদুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি আমাদের আশ্বস্ত করে বলেছেন, এ বিষয়ে তদন্ত আদালতের কার্যক্রম চলমান রয়েছে এবং দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনা হবে।


এসময় যারা সেনা ক্যাম্পে ভুল তথ্য দিয়ে এ ঘটনা ঘটিয়েছে তাদেরকে বিচারের আওতায় আনার জন্য পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। ইয়াসমিন নাহার আরও জানান, পরিবার ও সন্তানদের ভবিষ্যৎ নিরাপত্তার বিষয়ে সেনাবাহিনী সবসময় পাশে থাকবে এবং সকল প্রকার সহযোগিতা করবে বলে জিওসি তাদের আশ্বাস দিয়েছেন।


নিহত তৌহিদুল ইসলাম কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের ইটাল্লা গ্রামের বাসিন্দা। তিনি চট্টগ্রাম বন্দরে একটি শিপিং এজেন্টে চাকরি করতেন। তার স্ত্রী ও চার মেয়ে আছে। তিনি কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ছিলেন।


এর আগে গত ৩১ জানুয়ারি রাতে যৌথবাহিনীর পরিচয়ে কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের ইটাল্লা গ্রামের নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় ইউনিয়ন যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামকে।


পরদিন সকাল সাড়ে ১১টার দিকে আহত তৌহিদুলকে কোতোয়ালি থানা পুলিশের নিকট হস্তান্তর করে যৌথবাহিনী। পরে পুলিশ তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


শেয়ার করুন