ছাত্র-জনতার আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক সহকারী কমিশনার (এসি) জাবেদ ইকবালকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম।
এই প্রসিকিউটর সাংবাদিকদের বলেন, ‘গ্রেপ্তারের পর পুলিশ কর্মকর্তা জাবেদ ইকবালকে ট্রাইব্যুনালে হাজির করা হলে ট্রাইব্যুনাল তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।’