২১ ফেব্রুয়ারী ২০২৫, শুক্রবার, ০৩:৪২:৪৯ অপরাহ্ন
বয়সে ১০ বছরের ছোট প্রমিককে বিয়ে করছেন কৃতি
  • আপডেট করা হয়েছে : ১৮-০২-২০২৫
বয়সে ১০ বছরের ছোট প্রমিককে বিয়ে করছেন কৃতি

এক কোটিপতি যুবকের সঙ্গে পুরো ২০২৪ সালজুড়েই সময় কাটাতে দেখা গেছে বলিউড অভিনেত্রী কৃতি শ্যাননকে। যুবককে তা নিয়ে কম আলোচনা হয়নি। অবশেষে জানা যায়, যুবকের নাম কবীর বাহিয়া। যিনি পেশায় একজন ব্যবসায়ী ও কোটিপতি।


২০২৫-এর শুরুতেই কবীরকে নিয়ে দিল্লি এসেছেন কৃতি শ্যানন। শোনা যাচ্ছে, প্রেমিকের দিল্লি আসার কারণ তাকে বাবা-মায়ের সঙ্গে আলাপ করাতে চান কৃতি। এটাও শোনা যাচ্ছে, সব ঠিকঠাক থাকলে নাকি চলতি বছরেই বিয়ের পিঁড়িতে বসবেন তারা। 


তবে এসবের মধ্যেই যা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তা হলো, দুজনের বয়সের পার্থক্য। কৃতির থেকে বয়সে অনেকটা ছোট কবীর। সেটাও নাকি চোখে পড়ার মতো। 


বর্তমানে কৃতির বয়স ৩৪ বছর। অন্যদিকে কবীরের বয়স ২৪ বছর। দুজনের বয়সের পার্থক্য প্রায় ১০ বছরের। তবে ভালোবাসায় কবেই সেসব বাধা হয়ে দাঁড়িয়েছে? 


অভিনেত্রীর ঘনিষ্ঠমহল জানাচ্ছে, দুজনেই দুজনের প্রেমে মজেছেন। যে কারণে খুব শিগগিরই বিয়ের পরিকল্পনা করছেন এই জুটি।


চলতি বছরটা কৃতি শুরুই করেছিলেন কবীরের সঙ্গে। বর্ষবরণের রাতে একসঙ্গে ক্যামেরাবন্দি হন তারা। তবে এযাবৎ কৃতি বা কবীর কেউই তাদের প্রেমের কথা স্বীকার করেননি। 


এর আগে সুশান্ত সিং রাজপুতের সঙ্গে নাম জড়িয়েছিল কৃতির। শোনা যায়, একসঙ্গে ছবি করতে গিয়েই নাকি প্রেমে পড়েন তারা। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তাকে উদ্দেশ্য করে এক মন উজাড় করা পোস্ট করেছিলেন কৃতি। 


তবে সুশান্ত অধ্যায় এখন অতীত। বয়সে ১০ বছরের ছোট কবীরকেই মন দিয়েছেন তিনি। দুজনের বিয়েটাও নাকি এখন শুধুই সময়ের অপেক্ষা।


শেয়ার করুন