রাজশাহীতে
মাদরাসা ও স্কুলের শিক্ষক-শিক্ষিকা, সাধারণ শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করেছে গ্র্যাজুয়েট নার্স ও স্টুডেন্ট নার্সদের
নিয়ে গঠিত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স’।
বুধবার
(১৯ ফেব্রুয়ারি) জেলার পবা উপজেলার বিরস্তইল এলাকায় মাদানী মাদরাসা ও স্কুলে দিনব্যাপী
ক্যাম্পেইনে এ সেবা প্রদান
করা হয়। ‘প্রাইমারি হেলথ কেয়ার এন্ড অ্যাওয়ারনেস প্রোগ্রাম’ শীর্ষক অনুষ্ঠিত এ কর্মসূচিতে ইসলামিয়া
মাদরাসা ও স্কুলটির আবাসিক,
অনাবাসিক এবং ডে কেয়ারের শিক্ষার্থীদের
সেবা দেওয়া হয় বিনামূল্যে।
এ
সময় প্রতিষ্ঠান দুটির শিক্ষক, শিক্ষিকা এবং অভিভাবকদেরও স্বাস্থ্যসেবা প্রদান করে সংগঠনটি। কর্মসূচিতে সভাপতিত্ব করেন ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের প্রতিষ্ঠাতা সভাপতি আমানুল্লাহ আমান। এতে চিকিৎসকসেবা দেন ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল রাজশাহীর মেডিকেল অফিসার ডা. মো. মোহাইমিনুল হক। এদিন চিকিৎসকের পরামর্শের পাশাপাশি রক্তের গ্রুপ নির্ণয় ও প্রেসক্রিপশন অনুযায়ী
ফ্রি মেডিসিন প্রদান করা হয়। এ সময় ক্যাম্পেইনস্থলে
সুমধুর কণ্ঠে কুরআন তিলাওয়াত ও ইসলামী সংগীত
পরিবেশন করেন মাদরাসার ছাত্ররা। স্বেচ্ছাসেবকরাও অংশ নেন সংগীত পরিবেশনে। কর্মসূচি ঘিরে তৈরি হয় আনন্দঘন পরিবেশ।
আগামীতেও এ ধরণের সেবামূলক
কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি আমানুল্লাহ আমান।
কর্মসূচিতে
ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের উপদেষ্টা হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মুস্তাকিম আহমেদ, সদস্য হাফেজ মো. সালমান হোসেন, জুনায়েদ আহমেদ, মাসুম আহমেদ, বেলাল হোসেন, সাফিজুল ইসলাম আসিফ, আব্দুল হাফিজ, মোতাসিম বিল্লাহ মাসুম, তানজিদ হাসান, নাজমুল হোসেন, আবু সাইদ, রাজিয়া সুলতানা, মাহফুজা আক্তার রিয়া, সখিনা খাতুন, সুরাইয়া রোমানা ও মিতানুর খাতুনসহ
অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।