২৪ ফেব্রুয়ারী ২০২৫, সোমবার, ০৫:০৩:০০ পূর্বাহ্ন
ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে পাকিস্তান
  • আপডেট করা হয়েছে : ২৩-০২-২০২৫
ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে পাকিস্তান

চ্যাম্পিয়নস ট্রফির হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামছে দুই চির-প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। রোববার (২৩ ফেব্রুয়ারি) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন পাক অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। 


হার দিয়ে এবারের চ্যাম্পিয়নস ট্রফি শুরু করেছে পাকিস্তান। তাই টুর্নামেন্টে টিকে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই স্বাগতিকদের। হারলেই চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে যাবে পাকিস্তান। তাই এই ম্যাচে জয় পেতে মরিয়া তারা।


অন্যদিকে কিছুটা ফুরফুরে মেজাজে রয়েছে ভারত। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়েছে রোহিত শর্মার দল। তাই কিছুটা নির্ভার হয়েই এই ম্যাচে মাঠে নামছে ভারত। 


চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখন পর্যন্ত ৫ বার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। বিশ্ব ক্রিকেটের অন্যতম হাইভোল্টেজ এই দ্বৈরথে পরিসংখ্যানটা পাকিস্তানের পক্ষে, তাদের ৩ জয়ের বিপরীতে ভারত জিতেছে ২টিতে।


ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, হার্শিত রানা, মোহাম্মদ শামি, কুলদ্বীপ যাদব, 


পাকিস্তান একাদশ: ইমামুল হক, বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), তৈয়ব তাহির, সালমান আঘা, খুশদীল শাহ, শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ, আবরার আহমেদ।


শেয়ার করুন