২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১২:৩৩:৩৬ পূর্বাহ্ন
‘হিমারস’ অস্ত্র রাখা গুদাম উড়িয়ে দিল রাশিয়া
  • আপডেট করা হয়েছে : ২৫-০৭-২০২২
‘হিমারস’ অস্ত্র রাখা গুদাম উড়িয়ে দিল রাশিয়া

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তাদের সেনারা একটি অস্ত্রের গুদাম উড়িয়ে দিয়েছে। যেটি যুক্তরাষ্ট্রের পাঠানো হিমারস রকেট সিস্টেম রাখার গুদাম ছিল। 

ইউক্রেনের পশ্চিম দিকের শহর খেমেলেনতেস্কি শহরে এ হামলা চালানোর কথা জানিয়েছে রাশিয়া। 

এর আগে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল তারা যুক্তরাষ্ট্রের পাঠানো বেশ কয়েকটি হিমারস রকেট সিস্টেম ধ্বংস করে দিয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইউক্রেন দুই পক্ষই বিষয়টি অস্বীকার করেছে। যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অব স্টাফ মার্ক মিলে বলেছিলেন, রাশিয়া এখন পর্যন্ত একটি হিমারস বা ওই গোত্রের কোনো অস্ত্র ধ্বংস করতে পারেনি। 

রাশিয়া সর্বশেষ যে হামলার কথা জানিয়েছে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইউক্রেন। তবে রাশিয়ার এ দাবির সত্যতা যাচাই করতে পারেনি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। 

এদিকে ইউক্রেনের পক্ষ থেকে এর আগে দাবি করা হয়েছে যুক্তরাষ্ট্রের পাঠানো এ হিমারস  যুদ্ধেক্ষেত্রে ‘গেম চেঞ্জার’ হিসেবে কাজ করছে। দূর পাল্লার এ রকেট লঞ্চার দিয়ে তারা খেরসনে অবস্থানরত রাশিয়ার সেনা ও তাদের সামরিক স্থাপনাদের ওপর হামলা চালানোর দাবিও করেছে।

শেয়ার করুন