২৪ ফেব্রুয়ারী ২০২৫, সোমবার, ০৫:১১:৫৫ অপরাহ্ন
আজ মেহজাবীনের বিয়ে
  • আপডেট করা হয়েছে : ২৪-০২-২০২৫
আজ মেহজাবীনের বিয়ে

দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। কিছুদিন ধরেই মিডিয়াপাড়ায় গুঞ্জন চলছে তার বিয়ে নিয়ে। দীর্ঘদিন ধরেই নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে অভিনেত্রীর প্রেমের সম্পর্কে জড়িত। তবে এ সম্পর্ককে গুঞ্জন বলে উড়িয়ে দিলেও, দেশ-বিদেশের বিভিন্ন লোকেশনে একান্তে কাটানো তাদের রোমান্টিক মুহূর্তের ছবি প্রায়ই সামাজিক মাধ্যমে শেয়ার করতেন। তাতে করেই গুঞ্জনের ডালপালা মেলত। 


এবার সেই গুঞ্জনই যেন সত্যিই হলো। কয়েকদিন ধরে চাউর হয়েছে, বিয়ে করতে চলেছেন এ অভিনেত্রী। পাত্র সেই আদনান আল রাজীব। যদিও এ বিষয়ে বরাবরই মুখ খুলতে নারাজ ছিলেন পাত্র-পাত্রী দুজনই। কিন্তু শেষতক আর চুপ থাকতে পারেননি। অবশেষে মুখ খুলেছেন অভিনেত্রী। 


১৭ ফেব্রুয়ারি নিশ্চিত করেছেন যে, তিনি বিয়ে করছেন। তবে কবে, কখন, কোথায় বা কাকে বিয়ে করছেন এ বিষয়ে কিছু বলতে চাইছেন না। এদিকে অভিনেত্রীর ঘনিষ্ট সূত্রে জানা গেছে, আজ বিয়ে করছেন মেহজাবীন। ঢাকার অদূরে একটি রিসোর্টে হবে বিয়ের আনুষ্ঠানিকতা। 


সূত্র আরও জানায়, তারা গোপনে বিয়ে করেছেন অনেক আগে এ রকম একটি খবর ছড়ানো হলেও তা সত্যি নয়। যদিও তাদের বিয়ে আরও আগেই হওয়ার কথা ছিল। দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে তারিখ পেছানো হয়েছে।


এদিকে গত বছরেই সিনেমায় অভিষেক হয় মেহজাবীন চৌধুরীর। ২০ ডিসেম্বর দেশের প্রেক্ষাগৃহ মুক্তি তার অভিনীত সিনেমা ‘প্রিয় মালতী’। এ সিনেমার প্রযোজক অভিনেত্রীর হবু স্বামী আদনান আল রাজীব। দুজনকে সিনেমাটি নিয়ে দেশ-বিদেশে বিভিন্ন অনুষ্ঠানেও একসঙ্গে দেখা গেছে। প্রসঙ্গত, ২০০৯ সালে একটি রিয়েলিটি শোয়ের প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়াতে কাজ শুরু করেন মেহজাবীন। নাটকের জনপ্রিয় একজন তারকা হয়ে ওঠেন তিনি। 


বর্তমানে সিনেমা ও ওটিটি কনটেন্টের কাজে বেশি সময় দিচ্ছেন। নাটকে এখন তাকে আর বেশি অভিনয় করতে দেখা যায় না। সম্প্রতি ভালোবাসা দিবস উপলক্ষ্যে একটি ওটিটির পেইড ভার্সনে মুক্তি পেয়েছে তার অভিনীত ওয়েব ফিল্ম ‘নীল সুখ’। এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত প্রথম সিনেমা ‘সাবা’। যা এরই মধ্যে বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে অংশ নিয়ে প্রশংসিত হয়েছে।


শেয়ার করুন