০২ মার্চ ২০২৫, রবিবার, ১২:১৮:১২ পূর্বাহ্ন
১৪ বছর পর রামগতি-কমলনগর যুবদলের কমিটির গঠন
  • আপডেট করা হয়েছে : ০১-০৩-২০২৫
১৪ বছর পর রামগতি-কমলনগর যুবদলের কমিটির গঠন

দীর্ঘ ১৪ বছর পর লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রশিদুল হাসান লিংকন ও সদস্য সচিব আব্দুল আলিম হুমায়ুন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, মাওলানা ইউছুফ পাটোয়ারীকে আহ্বায়ক ও আবু সায়েদ দোলনকে সদস্য সচিব করে ৩৫ সদস্য বিশিষ্ট কমলনগর উপজেলা যুবদলের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।


আর রামগতি উপজেলার যুবদলের আহ্বায়ক করা হয়েছে মো. শিবলী নোমানকে। এতে সদস্য সচিব করা হয়েছে শিব্বীর আহমেদকে। কমলনগরের মতো রামগতিতেও ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি দিয়েছে জেলা যুবদল।



রেজাউল করিম লিটন বলেন, ‘তিন মাসের জন্য কমলনগর ও রামগতি উপজেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করা হবে।’


শেয়ার করুন